এসব চিন্তা কি আমাদের মত ভদ্র-সভ্য আদৌ শোভা পায়…??

“জল” কে যেমন কখনো আটকে রাখা যায় না, তেমনি মানুষ’কেও কোনদিন আটকে রাখা যায় নি,…  যাবে না। আকাশে উড়ে কিংবা মাটি ফুঁড়ে হলেও সে তার জায়গা ঠিক করে নেবে…।।

প্রকৃতি’র এই চিরন্তন শ্বাশ্বত ধর্মটিকে ইসলামীস্ট’রা শুধু যে জানেন, তাই নয়…  অন্তর থেকে মানেন।

তাই তারা বীর্য নষ্ট হওয়া পছন্দ করেন না।

তাই…  অন্যেরা যখন পরমানু বিস্ফোরণ করতে উদগ্রীব, …  তারা নিমগ্ন থাকেন জনসংখ্যা বিস্ফোরণের সাধনায়। এইভাবেই এ বিশ্বের পরমানু বোমার মোকাবেলায় তারা জনসংখ্যা’র বোমা’কেই যোগ্য হাতিয়ার রূপে বেছে নিয়েছেন।

– নিঃসন্দেহে তার ফলও তারা অর্জন করেছেন হাতে নাতে।

আজ সারা পৃথিবী’তে তাদের অধিকারে ৫৭টি দেশ। এমনকি আগামী দিনে সমগ্র ইওরোপও তাদের কব্জায় চলে যাবার সম্ভাবনা প্রবল।

আর ভারতবর্ষ? এক বাংলাদেশের বর্দ্ধিত জনসংখ্যাই পারে, হামেশাই এ দেশ দখল করে নিতে…!!

এক সন্তান নীতি সহ বিয়ে করে কিংবা অবিবাহিত অবস্থায় সন্তানহীন হয়ে ঘুরে-বেড়িয়ে মৌজ আয়েশে দেশ-বিদেশে জীবন কাটানোর  স্বপ্নে বিভোর…  এসব চিন্তা কি আমাদের মত ভদ্র-সভ্য হিন্দুদের আদৌ শোভা পায়…??