বিশ্বখ্যাত সংগীত শিল্পী কমল দাস গুপ্ত……………………।।

বিশ্বখ্যাত সংগীত শিল্পী কমল দাস গুপ্ত
১৯১২ সালের ২৮ জুলাই তার পিতা তারাপ্রসন্ন দাস গুপ্তের ব্যবসায়স্থল
কুচবিহারেজন্ম গ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল নড়াইল জেলার কালিয়া
উপজেলার বেন্দা গ্রামে । ১৯৩২-১৯৪৭ সাল পর্যন্ত তিনি চার হাজারের ও অধিক
গানে সুরারোপ করেন। ১৯৩৬-১৯৬৭ সাল পর্যন্ত তিনি বাংলা, ইংরেজী , তামিল,
হিন্দী প্রভৃতি ভাষার ছবিতে সংগীত পরিচালনা করেন। তিনি নজরুল সংগীতে
বিশেষজ্ঞ ও সুরাকার । ১৯৭৪ সালের ২০ জুলাই ঢাকার পিজি হাসপাতালে তিনি
মৃত্যুবরণ করেন।