পৃথিবী সূর্যের চারি পাশে ঘুরছে। এ সম্পর্কে হিন্দু ধর্ম কি বলছে?

অহস্তয়দপদি
বরধতখশচীবির
বেদ্যানাম। সুষমপরি প্রদক্ষিনিত বিশ্যব্যে নি সিস্নাথা

ঋক বেদ ১০.২২.১৪

পৃথিবীর নেই হস্ত বা পদ, তবুও তা গতিশীল। এর উপর অবস্থিত  বস্তুসমূহ ও এটার সাথে গতিশীল। এটি সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

সবিতা যন্ত্রেহ পৃথিবীমরামদক্ষম্ভলে
সবিতা
দ্যমধত
অশ্বমিবাদক্ষদ ধুনিম অন্তরীক্ষ
মতুরতেবাধ
য় সবিতা সমুদ্রম।।

ঋকবেদ ১০.১৪৯.১

সূর্য তার পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহকে তার আকর্ষণশক্তির সাহায্যে বেঁধে রেখেছে। এটার চারপাশে ঠিক যেন প্রশিক্ষণরত অশ্ব বলগা দিয়ে ঘোরে।

হিরস্যপানি সবিতা বিকারসভির উভে দ্যবা পৃথিবী অন্তর ইয়তে।
অপমিবাম বাধাতে য়েতি
সূর্যম অভি কষ্মেন রাজস ধ্যম য়োতি।।

ঋকবেদ ১.৩৫.৯

সূর্য নিজপথে ঘোরে এবং তা পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহকে আকর্ষণশক্তি দ্বারা এমন উপায়ে চালিত করে যাতে তাদের একের অপরের সাথে সংঘর্ষ না হয়

যজুর্বেদ ৩৩.৪৩

সূর্য ঘুরছে তার নিজ কক্ষপথে সাথে নিয়ে সকল গ্রহকে  আকর্ষণশক্তির বলে

ঋকবেদ ১.১৬৪.১৩

সূর্য ঘোরে তার নিজ কক্ষপথে এবং আকর্ষণ শক্তির প্রভাবে অন্যান্য গ্রহসমূহও ঘোরে কারণ সূর্য তাদের তুলনায় অধিক ভারী।

ঋকবেদ  ৮.১২.২৮

হে ঈশ্বর, তোমার শক্তিবলে যাতে রয়েছে আকর্ষন এবং গতিরক্ষমতা , তার মাধ্যমে তুমি জগতে রয়েছো ভারসাম্যপূর্ণ l