বিজয়ের মাসেও বাংলাদেশিদের ভারতের বিরোধীতা না করলে পেটের ভাত হজম হয় না। তাহলে আসুন জেনে নিই ঠিক কি কি কারণে আপনি ভারতের বিরোধিতা করবেন?
৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের বাংলাদেশ বিরোধী ভূমিকা নিম্নরূপ-
বাঙালিরা যুদ্ধ করার অস্ত্র কোথায় পেয়েছিল?
– উত্তর ভারত দিয়েছিল।
৯ মাস যুদ্ধের গোলাবারুদ বাঙালিরা কোথায় পেয়েছিল?
– উত্তর ভারত দিয়েছিল।
কৃষক, শ্রমিক আর ছাত্রদের যুদ্ধের ট্রেনিং কে দিয়েছিল?
– উত্তর ভারত দিয়েছিল।
২ লাখ মুক্তিযোদ্ধা, মুজিবনগর সরকারের ভাত-রুটির ব্যবস্থা করেছিল কে?
– উত্তর ভারত করেছিল?
১ কোটি শরনার্থীর ভরণ -পোষন কে করেছিল?
– উত্তর ভারত করেছিল।
বাংলাদেশের জন্য পাকিস্তান, চীন আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছিল কে?
– উত্তর ভারত করছিল।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য কূটনৈতিক যুদ্ধ করেছিল কে?
– উত্তর ভারত করেছিল।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোন দেশের কমপক্ষে ১০ হাজার সৈনিক নিহত হয়েছে?
– উত্তর ভারতের হয়েছে।
পাকিস্তান আত্মসমর্পণ করেছিল কার কাছে?
– উত্তর ভারত আর বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে।
বাংলাদেশের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মহলে তদবির করেছিল কে?
– উত্তর ভারত।
বাংলাদেশের নবগঠিত সেনাবাহিনী অস্ত্র, পোষাক আর যন্ত্রপাতি কে দিয়েছিল?
– উত্তর ভারত দিয়েছিল।
মুজিব নগর সরকার গঠন, মুক্তিবাহিনী গঠন ও যুদ্ধ পরিচালনা কিভাবে হয়েছিল?
-উত্তর ভারতের ফর্মূলা অনুযায়ী।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে জীবিত ফিরিয়ে আনার কৃতিত্ব কার?
– উত্তর শ্রীমতি ইন্দিরা গান্ধী’ র ছিল।
৯৩ হাজার যুদ্ধবন্দিকে জেনেভা কনভেনশন অনুসারে খাওয়ানো আর লালন-পালনের অধিকার ও সামর্থ্য কি বাংলাদেশের ছিল?
– উত্তর জাতিসংঘের সদস্য না হওয়ায় অধিকার ছিল না। সামর্থ্য, নিজেদেরই খাবার ছিল না, আবার ৯৩ হাজার সেনা খাওয়াবে।
উপরোক্ত এতগুলো ঘটনার পরেও যে ভারত বিরোধী হয়ে পাকিস্তানের পক্ষে কথা বলতে পারবে সেই তো প্রকৃত বাংলাদেশি।