রোহিঙ্গা কারাা…………………….????

রোহিঙ্গা নামের মুসলমানরা আসলে রোহিঙ্গা নয় বা আদতে মায়ানমারের লোক নয়। এরা সব বাংলাভাষী মুসলমান। কয়েক পুরুষ আগে এদের পূর্বপুরুষরা পূর্ববঙ্গ ও পূর্ব পাকিস্তান থেকে জনসংখ্যার চাপে আরাকান অঞ্চলে গিয়ে বসতি স্থাপন (মাইগ্রেট) করেছিল। এদের চেহারায় কোনো পাহাড়ী বা বার্মিজ ছাপ নেই। কলকাতায় দক্ষিণেশ্বর এর কাছে এদের অবৈধ কলোনি আছে। আমি সেখানে গিয়ে ভাল করে খুঁটিয়ে দেখেছি। পুরো আমাদের মত দেখতে। এদের মধ্যে অল্প কিছুজন লাভ জেহাদ করে বার্মিজ মেয়েকে বিয়ে করেছে। তাদের সন্তানদের মধ্যে খুব অল্প কিছু জনের মুখে পাহাড়ী ছাপ দেখা যায়। বাকি সবাই আমাদের মত।
এরা চালাকি করে পৃথিবীকে বোকা বানাতে নিজেদেরকে রোহিঙ্গা বলছে।
এরা সব জায়গায় যা করে মায়ানমারেও তাই করছিল। গর্ভ জেহাদ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, চুরি চামারি ও উৎপাত। ওরা সংখ্যা বাড়িয়ে যাবে আর পৃথিবীর সব ফাঁকা জায়গা দখল করে দার উল ইসলামের নামে নরক করে তুলবে। কাপুরুষ হিন্দু ভারত ওদেরকে মেনে নেবে। বৌদ্ধ মায়ানমার মানবে কেন? তারা ভাবছে, better late than never. তাই তারা এখন ব্যবস্থা নিচ্ছে।
কিন্তু বাংলাদেশ ওদেরকে নিচ্ছে না, যদিও ওরা আদতে বাংলাদেশি। তাই ভারত নামে এই ধর্মশালাতে ঢুকছে।
এখন ওই বদমাসরা মায়ানমারে ARSA নামে টেররিস্ট সংগঠন তৈরী করেছে। এবং তারা চাকমা ও হিন্দুদের হত্যা করছে। সদ্য তারা রাখাইন প্রদেশে ৯ জন চাকমা বৌদ্ধ ও হিন্দুকে হত্যা করেছে। অনেকে এখনো নিখোঁজ। অত্যন্ত দুঃখের কথা যে WFP নামে একটি আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের সাহায্য করার নাম করে ওই জেহাদি জঙ্গীদেরকে সাহায্য করছে।
https://www.theapolitical.in/latest-news/myanmar-nine-chakmas-hindus-killed-attacks-rohingya-salvation-army-terrorists