#বেঙ্গল_বাজেট
সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা – ২৮১৫ কোটি
ভারী শিল্প + ছোট ও মাঝারি শিল্প + ট্যুরিজম + তথ্যপ্রযুক্তি – ২১৫৪ কোটি
এর পরেও যদি ধুলাগড়, বাদুড়িয়া , কালিয়াচক না হয় , বেকারত্ব না বাড়ে , তাহলে তো আশ্চর্য্য হতেই হবে।
এই দাঁড়ান , আরেকটা পরিসংখ্যান
অন্যান্য পিছিয়ে পড়া জাতি ও উপজাতি কল্যাণ + সুন্দরবন উন্নয়ন + উত্তরবঙ্গ — ২৭৭৫ কোটি
খাতায় কলমে সংখ্যাঘুঘু মাত্র ৩০ শতাংশ , তবে বাজেট টা এট্টু বেশি এই যা ; হিংসে করো না , আঁটি চোষো