রাষ্ট্রবাদ বিরোধী মানুষগুলো রাষ্ট্রবাদী আন্দোলনকে দমন করার জন্যে একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার জন্যে উঠেপড়ে লেগেছে ! একটা না খাটলে আর একটা , সেটা না চললে আর একটা ! কি অদ্ভুত চালাকি এই ভন্ড সেকুলারদের !
এখন আবার পড়েছে রবীন্দ্রনাথকে নিয়ে ! বাঙ্গালী সেন্টিমেন্টকে সুড়সুড়ি দেবার এমন মোক্ষম সাবজেক্ট আর কিছু হতে পারে ? বিজেপি নাকি পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে ছেঁটে ফেলছে ? এতো বড় মিথ্যা অপপ্রচার আর কি হতে পারে ? শুধু গুজবের ওপর ভিত্তি করে এমন দায়িত্বহীন প্রচার বিজেপির ক্ষতি করবে না ক্ষতি করবে বঙ্গ সংস্কৃতির ! রবীন্দ্রনাথ ছিলেন আদ্যোপান্ত রাষ্ট্রবাদী ! তাহলে রাষ্ট্রবাদী আরএসএস বিজেপি কি করে রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারে ? আছে কোনো যুক্তি ?
সিংহের মেষশাবককে খেতে ইচ্ছে করেছে তবু ছলনার আশ্রয় তো তাকে নিতেই হয় ! তাই “ তুই জল ঘোলা করিস নি তোর বাবা জল ঘোলা করেছে ” .. ……ছলনার আশ্রয় তো নিতেই হবে তাই না ?
এইসব মিথ্যার ফেরিওয়ালাদের একটা কথা বলতে চাই , মিথ্যাকে দাঁড় করানোর জন্যে চারিদিক থেকে নানান ঠেকনা দেবার প্রয়োজন হয় ……ঠেকনা বেশিদিন থাকে না মিথ্যা আপনিই একদিন উল্টে পড়ে কিন্তু সত্য ? সত্য চিরকাল আপন শক্তিতেই দাঁড়িয়ে থাকে ! এই সত্যই সঙ্ঘ পরিবারের আসল চালিকা শক্তি !
http://bangla.eenaduindia.com/News/National/2017/07/25145523/No-plans-to-remove-Tagore-from-school-books-Javadekar.vpf