প্রসঙ্গ আনন্দবাজার গ্রুপের একটি সদ্য প্রকাশিত পুজোসংখ্যার প্রচ্ছদে মা দুর্গার ছবি।

প্রসঙ্গ আনন্দবাজার গ্রুপের একটি সদ্য প্রকাশিত পুজোসংখ্যার প্রচ্ছদে মা দুর্গার ছবি। আমায় একজন ইনবক্সে বললেন প্রতিবাদ করতে। না, আমি প্রতিবাদ করছি না। কেন করছি না?

কারণ স্তন্য জিনিসটা পশ্চিমী সংস্কৃতিতে বা আরব সংস্কৃতিতে অশ্লীল, ভারতীয় সংস্কৃতিতে সুন্দর ও স্বাভাবিক, এবং মাতার স্তন্যর উল্লেখ আমাদের হিন্দুদের সংস্কৃতিতে বহু প্রাচীন। এই মর্মে বঙ্কিম, হ্যাঁ স্বয়ং বঙ্কিমই লিখেছিলেন। প্রতিবাদ করতে পারব না কাজেই।

তবে আনন্দবাজার যথেষ্টই ঘুঘু, জানে এরকম ছবি দিলে সেকুলারও হওয়া যাবে, ইসলামিস্টদের কিঞ্চিৎ আনন্দও দেওয়া যাবে, এবং হিন্দুত্ববাদীরা চেঁচামেচি করলে সোজা বঙ্কিমের রেফারেন্স দিয়েই চুপ করিয়ে দেওয়া যাবে।