“বাংলাদেশের মানুষ জন ভারতীয়দের নাকি আর পছন্দ করছে না”
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
দুদিন আগে বাংলাদেশ থেকে আমার এক ফেসবুক বন্ধু এসেছিলো। সন্ধ্যাবেলায় তাকে নিয়ে আমার গীতা প্রবচনে নিয়ে গেলাম।
কথা প্রসংগে সে বললো, “বাংলাদেশের মানুষজন ( যারা কাফের নয়) ভারতকে এবং ভারতীয়দের পছন্দ করে না।
আমি তা জানি। এক সময় ঐ দেশটিতে জন্ম নিয়েছিলাম (আমার আগের জন্মের পাপের ফলে বলেই আমি মনে করি)। সেই টানে ২০০৯ সালে ৩ দিনের জন্য গিয়েছিলাম জন্ম ভীটে তে। আমার ছেলে বেলার বন্ধু, যে স্কুলে আমার পাশে না বসতে পারলে শোরগোল পাকাতো, সেই বন্ধু আমার সংগে দেখাই করলো না। কেনো ?——- সে প্রশ্নের উত্তর আমি পরে পেয়েছি। কারন আমি আজ তার কাছে ‘কাফের’।
আফগানিস্তানে একটি প্রদেশ আছে যার নাম “নুরীস্তান– (ওখানের মেয়েরা খুব সুন্দরী হয়। বৈদিক যুগে বলা হতো “কিন্নরী”)। আরবী রা ঐ দেশটী কোনোদিন দখল করতে পারেনি। তাই নাম দিয়েছিলো “কাফিরিস্তান”।
ব্রিটিশ আমলে, অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশের সংগে শান্তি চুক্তির অংশ হিসাবে সেই “কাফিরিস্তান” নাম বদল হয়ে হলো “নুরীস্তান”। আজ আর সেখানে একজন হিন্দুও নেই।
বাংলাদেশের মানুষজন, রাজনৈতিক দল গুলো ( সে আওয়ামী লীগ থেকে শুরু করে সব দল) এই কাফের দের আর পছন্দ করছে না।এতে অবাক হবার কিছু আছে কি???