ওপার বাঙলা থেকে ভূমিচ্যুত হয়ে যারা এপারে এল আজ তাদের প্রায় সবাই কমরেড। তারাই আজ হিন্দুত্ববাদীদের গালাগাল দেয়। এদের অধিকাংশই ৭১-এর সময় রিফিউজি হয়ে এপার বাঙলায় আসা।
তারা যখন সর্বস্ব খুঁইয়ে এপারে এল তখন কমিউনিস্ট নেতারা অধিকাংশ ক্ষেত্রেই তাদের অনেক সুযোগ-সুবিধা প্রদান করেছিল। তারা নিজেদের স্বার্থে করলেও পাশে যে দাঁড়িয়েছিল তার অনেক উদাহরণ পেয়েছি। তখন বামপন্থীরা ক্ষমতায়ও ছিল না। বামপন্থীরা যে তাদের নপুংসক, হিন্দু বিরোধী বানিয়ে দিয়ে গেছে এতে কোনো দ্বিমত নেই কিন্তু তাদের মাথা গোঁজা ও রুজি-রুটির ব্যবস্থা কিন্তু তারাই করেছিল।
আরএসএস কী তখন ছিল না???আরএসএসের কার্যকর্তারা তাদের কাছে কেন সঠিকভাবে পৌঁছায় নি????তাদের কাছে আরএসএস সঠিকভাবে সাহায্যের হাত বাড়ানোর পরও যে তারা সেক্যুলার-কমিউনিস্ট হতো একথা আমি মানতে নারাজ। তারা কট্টর হিন্দুত্ববাদী তৈরি হতো। আরএসএসের তৎকালীন কার্যকর্তারা আজকের এতো বিপুল পরিমাণ হিন্দুবিদ্বেষী সেকু-মাকু তৈরি হওয়ার জন্য নিজেদের দায় এড়িয়ে যেতে পারেন???
বিঃদ্রঃ~ কিছু নির্বোদের গালাগাল খাবো জানি তাও এটা তুলে ধরা প্রয়োজন বলে মনে হলো।
Tamaghna Sen