রংপুর নিয়ে, বাংলাদেশ সরকারের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কোন রাজনৈতিক দল বিশেষ করে বাম দল ও হিন্দুত্ববাদী দল গুলোর কোন কর্মসূচি নেই। ভারতের বাম দল গুলোর মানবতা হল সিলেক্টেড মানবতা। এরা সুূুদর ইসরাইল থেকে ফিলিস্তিনের গাজায় বোমা মারলে ভারতে বসে মোমবাতি মিছিল করে। কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুখে কুলুপ এটেছে। কাজেই এদের কথা বাদ দিলাম। ” জয় মা কালী” বলে শ্লোগান দেওয়া হিন্দু সমিতির সভাপতি তপন ঘোষ বাবুর কোন কর্মসূচি নেই কেন? ” জয় শ্রী রাম” ধ্বনি দেওয়া আরএসএস এর খবর কি? কোন কর্মসূচি নেই কেন? কেন বাংলাদেশ দূতাবাস ঘেরাও করা হল না? কেন বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেওয়া হল না? আর এরাই আবার বড় গলায় বলে বাংলাদেশের হিন্দুদের জন্য নাকি হিন্দু নির্যাতন হচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গা দের জন্য পশ্চিমবঙ্গরাজ্য মুসলিমরা মিছিল বের করে, এদের সাথে যোগ দেয় ডান, বাম সবাই। কলকাতায় জনসমুদ্র নামে। শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধী সাইদীর বিচার শুরু করলো তখন সে দেশের মুসলিম নেতারা,ইমাম রা ঘোষনা দিল শেখ হাসিনা কে পশ্চিমবঙ্গে ডুকতে দেওয়া হবে না। এই হল তাদের প্রতিবাদ…! আসুন আমরা ” জয় শ্রী রাম” ধ্বনি দিয়ে মোহন ভাগবতের মত বলি ” বাংলাদেশের হিন্দু নির্যাতনে হিন্দুরা দায়ী”……..