বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে শুধু ইজরায়েলের জন্য প্রযোজ্য নয় !

বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে শুধু ইজরায়েলের জন্য প্রযোজ্য নয় ! 
কেন, ইজরায়েল কি বাংলাদেশের পাকা ধানে মই দিয়েছে ? পাকিস্তান এতবড় গণহত্যা ম্যাসাকার করার পরও তাদের সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নাই। এমনকি যে চীন সরাসরি পাকিস্তানকে অস্ত্র দিয়ে ৭১-এ গণহত্যায় সহায়তা করেছিল তাদের বন্ধু বলতেও বাধে না । খালি ইজরায়েলে সমস্যা! 

৭১-এ বাংলাদেশকে যে দেশটি যেচে সাহায্য করতে চেয়েছিল তার নাম ইজরায়েল। বাংলাদেশ অবশ্য সে সহায়তা ফিরিয়ে দিয়েছিল মুসলিম উম্মাহর কাছে নিষ্কলঙ্ক থাকতে। অথচ গোটা মধ্যপ্রাচ্যের ইজরায়েলের সঙ্গে আছে গোপন দোস্তি! 
মেধাবীর সঙ্গে সবাই সম্পর্ক রাখতে চায়।  বাংলাদেশ যদি স্বাধীনতার পর ইজরায়েলের সঙ্গে সম্পর্ক রাখত মনে হয় না বাংলাদেশ তার লাইনচুত্য হত। কাল যদি ইজরায়েল করোনা ভ্যাক্সিন আবিষ্কার করে ফেলে বাংলাদেশ কি সেটা  নিবে না?  কিসের তাহলে এত ঘৃণা? আরবদের চাইতে আপনে বড় মুসলমান?