প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জী।

অবশেষে এসে গেছে সেই দিন, বাঙালির বহু দিনের আকাঙ্খা কে পূরণ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জী। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বিগ স্ক্রিন টিভি। জনগনের জন্য এলাহী চপ মুড়ির ব্যবস্থা করা হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে কমারহাটির এক নেতা এলাকার সবাইকে বিনা মূল্যে মদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন। চরাম চরাম করে ঢাক বাজছে বীরভূমে। পশ্চিমবঙ্গের দায়িত্ব কে নেবেন সেই নিয়ে একটু আলোচনা হয়েছিল। কিছু নেতার সুপ্ত বাসনা ছিল মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু হাসেন অন্তর্যামীর মতো দায়িত্ব পেয়েছেন সেই অভিষেক। তবে এক সম্প্রদায় কে তুষ্ট করতে ববিকে উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে। টিভি তে সরাসরি সম্প্রচার চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের। মঞ্চে আলো করে বসে আছেন শিবসেনা, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আপ এর নেতারা। সব দল থেকেই মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন নেতারা। দেশ জুড়ে মাত্র ৪টে আসন পেলেও দিদি বঞ্চিত করেননি সিপিএম কে। তাদের দল থেকেও মন্ত্রী হচ্ছে। সিপিএম বাংলা লবি প্রথমে রাজি না হলেও কেরল লবির কাছে নতি স্বীকার করেছে। আর করবে নাই বা কেন পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা থেকে তাদের একটা আসন ও জোটেনি। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকলেও এবার তা হচ্ছে না কারণ কংগ্রেস বাইরে থেকে সরকারকে সমর্থন করছে। শুরুতেই দিদির কবিতা হাম্বা রাম্বা কাম্বা বলে সবার মন কেড়ে নিল এক তরুণী। এর পর ভাষণ দিতে উঠলেন স্থল সেনা প্রধান তিনি প্রথমেই মমতাকে দেশের মা বলে আখ্যা দিয়ে অনেক হাততালি কোড়ালেন। বায়ু সেনা প্রধান বলেই দিলেন চলতি বছরে কালি পূজায় কালীঘাটে মমতার বাড়িতে গিয়ে খালি পায়ে ভিড় নিয়ন্ত্রন করতে পারলে তিনি ধন্য হয়ে যাবেন। ইউ জি সি চেয়ারম্যান জানালেন আগামী শিক্ষাবর্ষ থেকেই মমতার কবিতা সিঙ্গুর আন্দোল নোট বন্দি আন্দোলন ইউ জি সি পাঠ্যক্রমে ঠাঁই পাবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেই ফেললেন তিনি খুব তাড়াতাড়ি নিজের নাম রামনাথ বদলে রংনাথ করবেন। শপথ নিতে উঠছেন মমতা। বলছেন ” হাম….” চারদিকে ‘মমতা’, ‘মমতা’ চিৎকার। আমার গলা দিয়েও বেরিয়ে এল ‘মমতা’। এমন সময় বউ এর ধাক্কা আর চিৎকারে ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে শুনতে পেলাম বউ বলছে, ‘মিনসেটা সারা রাত ধরে অন্য মেয়ের স্বপ্ন দেখে, আবার তার নাম নিয়ে চিৎকার করছে? যাও না, সেখানে গিয়েই তো থাকতে পার’। আমি কেমন যেন ক‌্যালানে মার্কা অসহায় হয়ে পড়লাম, কি কেলো করলাম রে বাবা, এর জে কতদিন চলবে কে যানে।