"সেকুলার" শব্দের মানে!!!!

“সেকুলার” শব্দের মানে নাস্তিকতা বা ঈশ্বর বিরোধি,ল্যাটিন শব্দ “সেকুলাম্” যার ইংরাজি রূপ হলো “সেকুলার”, এর প্রকৃত মানে নাস্তিকতা বা ঈশ্বর বিরোধি হওয়া সত্বেও চালাকি করে এর মানে “ধর্ম নিরপেক্ষ” বলে ভারতের সংবিধানে ঢোকানো হয়েছে হিন্দু দের বোকা বানানোর জন্য।এমন কি ভারতের সংবিধানে “সেকুলার” শব্দ প্রয়োগের সাথে সাথে যাতে শিক্ষা ব্যবস্থাতেও এর মানে “ধর্ম নিরপেক্ষ” বলে বোঝানো হয় তার জন্য ডিক্সনারি বা অভিধান গুলিতেও এর মানে “ধর্ম নিরপেক্ষ” বলে সরকারি ভাবে লেখানো হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রেও এর মানে “ধর্ম নিরপেক্ষ” বলে পড়ানো হয়ে থাকে,যা অন্য কোন দেশের ডিক্সনারি বা অভিধানে আপনি পাবেন না বা শিক্ষা ক্ষেত্র সুধু নয় সাধারন ভাবে জনসমাজে কাউকে বলতেও শুনতে পাবেন না।ভারত বর্ষের মূল জনগষ্ঠি বা প্রধান নাগরিক এই হিন্দু সমাজ বা ধর্মা অবলম্বি মানুষের উপর এ এক মারাত্মক ষরযন্ত্র মূলক রাজনৈতিক আক্রমন,যা প্রতিনিয়ত হিন্দু সমাজকে কুরে কুরে ধ্বংস করছে।
আমি,”সেকুলার” নই আমি হিন্দু তাই আমি ভারতের সংবিধানের ভাষায় “ধর্ম নিরপেক্ষ” ও নই।ভারতের সংবিধানে এই “সেকুলার” বা “ধর্ম নিরপেক্ষ” এই দুই শব্দেরই আমি তীব্র প্রতিবাদ করছি এবং সংবিধান থেকে বাদ দেবারও দাবি করছি ভারত সরকারের কাছে।এই দেশ হিন্দু দের দেশ তাই সসম্মানে এই দেশ রাষ্ট্রীয় অধিকার সহ হিন্দু দের ফিরিয়ে দেওয়া হোক॥
#আমিমৃত্যুঞ্জয়