আর এস এসের এক শাখা সংগঠন নাকি রবীন্দ্রনাথকে পাঠ্যতালিকা থেকে বাদ দেবার প্রস্তাব পাঠিয়েছে NCERT এর কাছে। তাই শুনে, সত্যি মিথ্যা না দেখে, NCERT এর সিদ্ধান্ত না জেনে শঙ্খ ঘোষ- পবিত্র সরকার-জয় গোস্বামী আদি বুদ্ধিজীবীরা ভারত জুড়ে আন্দোলনের অঙ্গীকার করেছেন।
কাক কান নিয়ে গেছে–এই খবরে কান আছে কি নেই না দেখে যারা কাকের পিছনে দৌড়ায়, তাদের কী বলবেন? আর কটা দিন সবুর করে NCERT কী করে সেটা দেখা কি উচিত ছিল না?
রবি ঠাকুরের ” বাংলার মাটি বাংলার জল” কবিতা থেকে “হে ভগবান” কথাটি বাদ দিয়ে মমতার সরকার যখন কলকাতার রাস্তাঘাটে বিজ্ঞাপন দিয়েছিল, সেটা বুঝি কবির অপমান ছিল না? তখন কেন প্রতিবাদের কথা কেউ ভাবেন নি?
কবিগুরুর প্রতি ভক্তি? নাকি তোষণের রাজনীতির জন্য বিজেপির বিরোধিতা?
ধান্দাবাজির একটা সীমা থাকা উচিত।