আজকে যারা নেপালের নির্বাচনের বিজয়ে উৎফুল্ল,আজকে যারা প্রচণ্ড কে বাহবা দিচ্ছেন।

আজকে যারা নেপালের নির্বাচনের বিজয়ে উৎফুল্ল,আজকে যারা প্রচণ্ড কে বাহবা দিচ্ছেন।এই এরাই ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নেপালের তৎকালীন বিপ্লবী কমিউনিষ্ট পার্টি, কমিউনিষ্ট পার্টি অফ নেপাল(মাওবাদী) দের নেতৃত্বাধীন গণযুদ্ধের বিরোধীতা করেছেন।এরাই ঐ সময়ে মাওবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বলে প্রচার চালিয়েছেন।এদের কে হঠকারী বলেছেন।যেই মাওবাদীরা দীর্ঘ দশ বছর ধরে গণযুদ্ধের মাধ্যমে রাজতন্ত্রকে উচ্ছেদ করলো সেই মাওবাদীদের আপনারা সমর্থন করলেন না।কিন্তু আজকে যখন নেপালে তারা নির্বাচনে আসলো আপনারা নিজেদের চেহারা বের করে তাতে বাহবা দিলেন।এই যে আপনাদের এই অবস্থান এটা আপনাদের মতাদর্শগত দ্বিচারিতাকে প্রকাশ করে!
https://istishon.com/?q=node/27924