আল্লাহ কোরআন কতটুকু রক্ষা করতে পেরেছেন? যেখানে তার নাযিলকৃত আয়াত ছাগলে খেয়ে যায়।
আল্লাহ বলেছেন,
*সূরা আল হিজর, আয়াত-৯
“নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি, আর আমিই তার হেফাযতকারী”
কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলেছে।
*সুনান ইবনে মাজাহ, হাদিস নং-১৯৪৪
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢোক দুধপান সম্পর্কিত আয়াত নাযিল হয়েছিল, যা একটি সহীফায় (লিখিত) আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রসূলুল্লাহ (সঃ) ইন্তিকাল করেন এবং আমরা তাঁর ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে।
–এম এইচ সাগর