বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু……………………..।।।

রাজনারায়ণ বসু (জন্ম:৭ সেপ্টেম্বর ১৮২৬ – মৃত্যু:১৮ সেপ্টেম্বর ১৮৯৯) ছিলেন উনিশ শতকের ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক। রাজনারায়ণ বসুর জন্ম ১৮২৬ সালের ৭ সেপ্টেম্বর বোড়াল গ্রামে।

ভ্রাতুষ্পুত্র সত্যেন্দ্র নাথ বসু

রাজনারায়ণ বসুর এক ভ্রাতুষ্পুত্র ছিলেন শহীদ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু,
যার প্রেসিডেন্সি জেলে ফাঁসি হয়েছিল। রাজসাক্ষী নরেন গোঁসাইকে গুলি করে
হত্যা করার জন্য ২৩ নভেম্বর, ১৯০৮ সনে সত্যেন্দ্র নাথ বসুর ফাঁসি হয়।[১] একাজে তার সহযোগী ছিলেন অপর এক বিপ্লবী কানাইলাল দত্ত

রচিত উল্লেখযোগ্য গ্রন্থ

রাজনারায়ণ বসু কঠ, কেন, মুণ্ডক ও শ্বেতাশ্বেতর উপনিষদ ইংরেজিতে অনুবাদ করেন। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ:

  • রাজনারায়ণ বসুর বক্তৃতা (১ম ভাগ-১৮৫৫, ২য় ভাগ-১৮৭০)
  • ব্রাহ্ম সাধন (১৮৬৫)
  • ধর্মতত্ত্বদীপিকা (১ম ভাগ-১৮৬৬, ২য় ভাগ-১৮৬৭)
  • আত্মীয় সভার সদস্যদের বৃত্তান্ত (১৮৬৭)
  • হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা (১৮৭৩)
  • সেকাল আর একাল (১৮৭৪)
  • ব্রাহ্মধর্মের উচ্চ আদর্শ ও আমাদিগের আধ্যাত্মিক অভাব (১৮৭৫)
  • হিন্দু অথবা প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত (১৮৭৬)
  • বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা (১৮৭৮)
  • বিবিধ প্রবন্ধ (১ম খন্ড-১৮৮২)
  • তাম্বুলোপ হার (১৮৮৬)
  • সারধর্ম (১৮৮৬)
  • বৃদ্ধ হিন্দুর আশা (১৮৮৭)
  • রাজনারায়ণ বসুর আত্মচরিত (১৯০৯)

মৃত্যু

১৮ সেপ্টেম্বর ১৮৯৯ সালে মারা যান এই মনিষী।

তথ্যসূত্র

ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯০।