লালকৃষ্ণ আডবাণীকে কেন রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হল না?
এই জন্য আপনাদের কে মহাভারতের একটা প্রসঙ্গ অবশ্যই জানতে হবে ।
মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরল তখন রাগান্বিত হয়ে রুক্মীনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল- আপনি দ্রোনাচার্য ও ভীষ্মের মতো ধর্মপরায়ণদের বধ করতে কেন পান্ডবদের সাথ দিলেন?
ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন- আমি জানি দ্রোনাচার্য ও ভীষ্ম দুজনেই সারাজীবন ধর্ম পালন করে এসেছেন কিন্ত একটা মাত্র পাপ করার জন্য তাদের সারাজীবনের পূন্য মূল্যহীন হয়ে গেছে ।
রুক্মীনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল- কি এমন পাপ?
ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিল- যখন রাজসভা চলাকালীন কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরন করেছিল তখন দুজনেই সেখানে উপস্থিত ছিল এবং তারা সেদিন দুঃশাসনের এই অন্যায় কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেনি ।
রুক্মীনি জিজ্ঞাসা করল- কিন্তু কর্ন কি করেছিল, কর্ন তো দানবীর, ধার্মিক ছিল, আপনি তাকে বধ করতে সাহায্য কেন করলেন?
ভগবান শ্রীকৃষ্ণ বলল- যখন অভিমুন্য বড় বড় বীর যোদ্ধাদের পরাজিত করে যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে পড়ে জল চেয়েছিল তখন কর্ন পাশে দাঁড়িয়ে থাকলেও অভিমূন্যকে এক ফোঁটা জল দেয়নি, সেই কারনে কর্নের সব দানবীরতা নষ্ট হয়ে গিয়েছিল তাই পাপের গর্তে রথের চাকা পড়ে গিয়ে কর্নের মৃত্যু হয়েছিল ।
* এবার নিশ্চয় আপনাদের বোঝা উচিত পাকিস্তানে গিয়ে মহম্মদ আলী জিন্নার কবরে দাঁড়িয়ে ভাষন দিয়ে কতটা পাপ অর্জন করেছিলেন?