মিয়ানমার রাষ্ট্রের পেটোয়া সামরিক বাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গাদের সাথে দেখা করতে গিয়ে কান্না করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশায় আমার দেশের প্রধানমন্ত্রীর অকৃত্রিম মানবতা আমাকে মুগ্ধ করেছে।
আশা করছি প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ রাষ্ট্রের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে খুন হওয়া, পুলিশ যাদের বাড়িতে আগুন দিয়েছে, নিজ দেশেই যারা শরণার্থী সেই গোবিন্দগঞ্জের সাঁওতালদের সশরীরে পরিদর্শনে যাবেন। বেটার লেইট দ্যান নেভার! আশা করছি দেরিতে হলেও আমরা মানবতা দেখতে পাব।
.
সাঁওতাল এবং রোহিঙ্গা দুই জনগোষ্ঠীই দুই রাষ্ট্রের পেটোয়া বাহিনী কর্তৃক নির্যাতিত। বিদেশের রোহিঙ্গাদের জন্য কান্না আসলে নিশ্চয় নিজের পুলিশ কর্তৃক নির্যাতিত সাঁওতালদের জন্যও কান্না আসবে।
.
লেখকঃ জুলিয়াস সিজার
সংযোজনঃ
১.কান্না তখনি আসবে যখন ৯৫%জনগনের সাপোর্ট পাবে।
৯৫%এর সাপোর্ট না পেলে,মেরে ফেললেই কি,গুম করে দিলেই কি আবার জবর দখল করে নিলেই কি,সবই তো হালাল।
#Mithun_Akash