বাংলার আত্মঘাতী সেক্যুলার সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির জগতে স্বামী প্রণবানন্দ এক উপেক্ষিত চরিত্র।
বাংলার আত্মঘাতী সেক্যুলার সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির জগতে স্বামী প্রণবানন্দ এক উপেক্ষিত চরিত্র। স্বামী প্রণবানন্দ : হিন্দুর এক বিস্মৃত ত্রাতা, ১৬ই অগাষ্ট, ১৯৩২। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করলেন সাম্প্রদায়িক বাঁটোয়ারা। ধর্মের ভিত্তিতে পৃথক নির্বাচন ব্যবস্থা। এর বৈশিষ্ট্য হল মুসলমানদের প্রাপ্য আসনের থেকে বেশি আসন ও হিন্দুদের কম আসনের ব্যবস্থা নিয়ে। পৃথক নির্বাচন নিয়ে কংগ্রেস না-গ্রহন …