বাঙালী মুসলমান রাম নাকি রাবণের সন্তান এই তর্ক থেকে যখন আত্মপরিচয়ে মিমাংসা হয়ে যাবার কথা সেখানে সে তৈমুর লংয়ের হানাদারী কাহিনীতে নিজেদের শৌর্য বীর্যের গৌরব দেখতে পায়।
-Susupto Pathok মারাঠা জাতির পরাজয় আর আফগান বাদশাহ আহমদ শাহ আবদালীর জয়ে বাঙালী জাতির নি:সন্দেহে কোন উত্তরাধিকার খাটে না। তবু কবি কায়কোবাদ পানিপথের এই তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে মহাকাব্য লিখলেন ‘মহাশ্মশান’ নামে। এই কাব্যে কায়কোবাদ মুসলমানদের শৌর্য-বীর্যের গৌরবগাথা তুলে ধরে ‘মুসলমান জাতি’ হিসেবে নিজেদের নিয়ে গর্বিত হওয়ার প্রয়াস পেয়েছেন। মধ্যযুগ থেকে শুরু করে উনবিংশ শতাব্দী …