শত্রুদের উদ্দেশ্যে খানকতক উপদেশ।
শত্রুদের উদ্দেশ্যে খানকতক উপদেশ (নিজেকে কুরুক্ষেত্রের ভীষ্ম কল্পনা করছি না, কিন্তু শক্তিশালী শত্রু প্রচুর রিসোর্স নিয়ে, ম্যানপাওয়ার নিয়েও যখন অনবরত ধেড়ায়, তখন তাকে যেমন কয়েকটা বিনেপয়সার অ্যাডভাইস দিতে হাত নিশপিশ করে, এ তেমনই ব্যাপার)। ইসলামিস্টঃ আপনাদের মধ্যে মডারেটদের সামনে আনুন। ফুলটুস তাকিয়া চাই। পারলে এবছর মহরমে তাজিয়া বের করবেন না। দুর্গাপুজোর ভাসান মমতা আপা তো …