মুসলিম থেকে হিন্দু হলেন

বাঁকুড়ায় মুসলিম থেকে হিন্দু হলেন  চারজনের এক পরিবার।

বাঁকুড়ায় মুসলিম থেকে হিন্দু হলেন  চারজনের এক পরিবার। বাবলু শেখ থেকে বাবলু দাস, বাবলুর স্ত্রী চম্পা বিবি থেকে চম্পা দাস, তাদের দুই মেয়ে নাজমা খাতুন থেকে সরস্বতী দাস এবং সুইটি খাতুন থেকে নন্দিতা দাস।

আজ বাঁকুড়া সদর আদালতে হলফনামা দিয়ে নিজেদের পূর্বপুরুষের সনাতনী শিকড়ে ফিরে এল এই পরিবার।

মুসলিম থেকে হিন্দু হলেন
মুসলিম থেকে হিন্দু হলেন

২০০৯ সাল থেকে ঘরে ফেরার তাগিদ সত্বেও তাদের দীর্ঘ এক যুগ সময় লেগে গেল স্বপ্ন পূরণ হতে। দুর্ভাগ্য তাদের নয়, দুর্ভাগ্য আমাদের। কারণ হিন্দু সমাজ উৎসাহ দেখায় নি, উদ্যোগ নেয় নি তাদের বুকে টেনে নেওয়ার।

অবশেষে সেই হিন্দু সংহতি। আজ তাদের বাড়িতে গেলাম। সযত্নে পাতা ঠাকুরের আসন দেখলাম। নিত্য পূজা হয় সেই বাড়িতে।

কেউ স্বীকৃতি দিক বা না দিক, তাদের একলব্যের সাধনায় বাধ সাধতে পারে নি কোনও শক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক বাঁকুড়ার কয়েকজন স্থানীয় হিন্দু অ্যাক্টিভিস্টের উদ্যোগেই আজ বাবলুদের স্বপ্ন পূরণ হল।

মুসলিম থেকে হিন্দু
মুসলিম থেকে হিন্দু

তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমার দৃঢ় বিশ্বাস, একদিন সবাই ঘরে ফিরবে। আমরা ফেরাবো।

আর পড়ুন….