একই বৃন্তে দুইটি কুসুম

চক্রব্যূহে বাঙ্গালী হিন্দু।-দুর্মর

চক্রব্যূহে বাঙ্গালী হিন্দু: পানামার স্যামুয়েল নরিয়েগা কে প্রয়োজন হয়েছিলো পানামা ক্যানালের ওপর আধিপত্য স্থাপন করতে। ইজিপ্টের (মিশর) সব মিলিটারী ডিক্টেটরকে তৈরী করা হয়েছে সুয়েজ ক্যানালের অপরে আধিপত্য বজায় রাখার জন্য।

সাদাম হোসেনকে প্রয়োজন হয়েছিলো ইরানকে contain করার জন্য। বিন লাদেনকে প্রয়োজন হয়েছিলো আফগানিস্তানে তালিবান এবং মোল্লা ওমর কে বানিয়ে রাশিয়ার সংগে যুদ্ধ করার জন্য।

সেই যুদ্ধের আসল প্রয়োজন ছিলো Central Asia র তেল এবং তার সাপ্লাই। ISIS তৈরী হয়েছে মধ্য এশিয়ায় গন্ডোগোল পাকিয়ে রাখার জন্য (তেল এবং যুদ্ধাস্ত্র বিক্রির জন্য)।

জিন্নাকে প্রয়োজন হয়েছিলো পাকিস্তান সৃষ্টির জন্য। পাকিস্তান কে এবং তার সব মিলিটারী ডিক্টেটরকে দরকার ভারত কে contain করার জন্য।

দেশ ভাগ পরবর্তি ভারত যাতে কোনোদিন মাথা তুলে না দাড়াতে পারে তার জন্য তৈরী করা হয়েছিলো নেহেরু-গান্ধী জোটকে, ভারতকে হাতের মুঠোয় রাখার জন্য সুদুর ইতালী থেকে বিষ কন্যাকে পাঠানো হয়েছে বহুদিন আগে, গন্তান্ত্রিক ভারতকে ব’কলমে শাসন করার জন্য।

মোদীর নেতৃত্ত্বে কোনো ক্রমেই যাতে ভারত আবার মাথা তুলে না দাড়াতে পারে তার জন্য বাংলাদেশ কে চাই।

বংগোপসাগরে যে অফুরন্ত তেলের সন্ধান পাওয়া গেছে তার ওপরে কত্তৃত্ত্ব বজায় রাখতে চাই বাংলাদেশে জামাত সরকার (হাসিনা বড্ড বেশী ভারত ঘেষা, এটা কোনো মাতব্বরের পছন্দ নয়)।

আন্দামান দ্বীপ পুঞ্জের নীচের দিকে ১০ ডিগ্রী চ্যানেল আছে, যেখান দিয়ে পশ্চিমি দেশের সব জাহাজ যাতায়াত করে, আর তার কতৃত্ব ভারতের হাতে।

তাই বঙ্গোপসাগরের ওপরে ঘাটি চাই। আন্দামানে জামাতি উগ্রপন্থীদের ঘাটী বানাতে চাই পশ্চিম বাংলা, যেখানে ওরা এসে থাকতে পারে আর পাসপোর্ট জোগাড় করে আন্দামানে গিয়ে থাকতে পারে (বিদেশীরা আন্দামানে ২১ দিনের বেশী থাকতে পারে না,

তাই ভারতীয় জামাতী চাই)। জামাতি দের ঘাটি পশ্চিম বংগে হয়ে গেছে কিছু বাংগালীর ক্ষমতায় টিকে থাকার লোভে।

সারা বিশ্ব আমরা ডমিনেট করবো তাই সব জায়গায় এক একটি দানব চাই। এটাই তো দস্তুর। তাই চলছে।

Rothchild পরিবারের অফুরন্ত অর্থ ফোর্ড ফাউন্ডেশনের হাত ঘুরে দিল্লীর মুখ্য মন্ত্রীর গদি অবধি পৌছে গেছে। ভারত বিরোধী ভারতীয়দের কেনা হয়ে গেছে। এখন চাই সমাজে বিশৃংখলা সৃষ্টি করে,মারামারি দাঙ্গা তৈরী করে মোদীকে সরাও নইলে সব প্লান ভেস্তে যাবে।

যারা হিন্দুদের হয়ে লড়াই করার জন্য সংঘটন তৈরী করে বেশ নাম করেছে তাদের কিনে নাও-বেশ কিছু কেনা হয়ে গেছে। এই ভাবেই চলবে কিছুদিন।

আজ্ঞানী পশ্চিম বংগ বাসী হিন্দুরা কোনদিন ভাবনা চিন্তা করার যুযোগ পাবে না, কারন তাদের ভাববার শক্তি অবলুপ্ত করে দেওয়া হয়েছে ৩৪ বছরে। গত ৭  বছরে তাদের ‘পাগোল’ বানানো শেষ। এবারে এদের নিয়ে যা খুশি তাই করো।

বাঙ্গাল-ঘটি, বামপন্থি-দক্ষিন পন্থি, জাতপাত-ব্রাহ্মন্যবাদ ইত্যাদি ইত্যদি অসংখ্য বাদ সৃষ্টি করার কাজ শেষ। এই সব কাজ করে CIA-Mosad-M-5 জোট। ৫০ বছরের প্লান করা থাকে। একটা নয় দুটো তিনটে।

আমরা তাই চক্র ব্যুহে ফেসে গেছি, আর তার জন্য দ্বায়ী আমাদেরই নেতাদের অবিমৃষ্যকারিতা।

“চক্রব্যুহে বাঙ্গালী হিন্দু”
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ

 

আরো দেখুন…