রংপুরের ঠাকুরপাড়ায় যে ফেইসবুক পোস্টের কারণে হিন্দুদের বাড়িঘর মুসল্লিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই আইডির নাম ‘MD Titu’। এই আইডি খোলা হয়েছে মাত্র দুই মাস আগে সেপ্টেম্বর ২০১৭। আইডিটি ঘুরে এসে যা বুঝা গেলো এটি একটি ক্লোন আইডি হতে পারে। নির্দিষ্ট কোন ব্যক্তিকে নকল করে মাত্র দুইমাস ধরে এই আইডিটি তৈরি করা হয়েছে। দেখা গেছে যে পোস্টকে কেন্দ্র করে ঠাকুর পাড়ায় হামলা সেটি পোস্ট করা হয়েছে অক্টোবর মাসে। আর পোস্ট ভাইরাল হয়েছে মাত্র কয়েকদিন আগে। কমেন্টে যারা ফেটে পড়েছে সেগুলোও মাত্র দুই একদিন আগের। আরো দেখা গেছে বিশেষ ঐ পোস্টটি অক্টোবর মাসের শেষ দিকে স্ক্রেনশর্ট হিসেবে একাধিকবার পোস্ট করা হয়েছে। গোটা আইডিতে অদ্ভূত সব জিনিস শেয়ার করা। দেখে মনে হয়েছে- যে করেই হোক আইডি এক্টিভ এটি প্রমাণ করতে হবে সেই চেষ্টা ছিলো।
চটি পেইজ থেকে শুরু করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পোস্ট শেয়ার, কালিপুজার মূর্তির ছবি শেয়ার, এবং খুব সম্ভবত ঠাকুরপাড়ার ক্লোন আইডির আসল মালিকের স্বজনদের কিছু ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে। যে আইডি দিয়ে মানুষ পারিবারিক সদস্যদের ছবি আপলোড করে, ফ্রেন্ডলিস্টে পারিবার এবং স্বজনদের রাখে সেই আইডিতে কি করে চটি পেইজ এবং অনলাইন পস্টিটিউট সাইট শেয়ার করতে পারে? একই ভাবে নবীকে নিয়ে যে ফান পোস্টটি করা হয়েছে সেখানেও নোংরামি দেখা যাচ্ছে যেটা কোন আইডি মালিকই চাইবে না এসব তার বড় ভাই, শিক্ষক, গুরুজনরা দেখুক। এক্সপার্টরা আছেন, তারা ধরতে পারবেন ঠাকুরপাড়ার হামলার ছক কি করে ফেইসবুক থেকে করা হয়েছিলো। অবশ্য জানা গেলেই বা কি? আজতক কোন ঘটনার অপরাধীদের কি বাংলাদেশ বিচার করেছে? নাসির নগরের জাহাঙ্গারীকে কি শাস্তি দেয়া হয়েছে। উল্টো সবাই জামিন পেয়ে বেরিয়ে এসে ভিকটিমদের নিরবে রক্তচক্ষু দেখাচ্ছে। এ কারণেই বার বার হিন্দু সম্প্রদায়ের উপর এরকম হামলা চলছে। হিউমিনিটি যেখানে ধর্মীয় পরিচয় দেখে চোখের পানি ফেলে সেখানে- সেখানে এইসব ‘বিধর্মীয়’ জগনণের দুঃখ দূর্দশা দেখার কেউ যে নেই সেটা নিয়ে আক্ষেপ করেও লাভ নেই…।
আইডিরলিংক
https://www.facebook.com/profile.php?id=100022054223829&lst=100011321550828%3A100022054223829%3A1510385940&sk=about§ion=overview&pnref=about
পারিবারিক সদস্যদের পোস্ট https://www.facebook.com/permalink.php?story_fbid=147739489304524&id=100022054223829
নবী অবমননার পোস্ট
https://www.facebook.com/permalink.php?story_fbid=147054172706389&id=100022054223829