এটি একটি খুবই জনপ্রিয় মিথ্যাচার।
এটি একটি খুবই জনপ্রিয় মিথ্যাচার। একটি গবেষণা পেপার বলছে ২০৫০ সালের পর ইউরোপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো কান অব্দি দন্ত বিকশিত করে সেই নিউজ প্রচার করছে। ভাবখানা এমন যেন দলে দলে সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হবে যাবে! আসল ব্যাপার হচ্ছে ইউরোপে অভিবাসী মুসলিমরা ব্যাপক হারে সন্তান পয়দা করে ইউরোপীয়ানদের সংখ্যালঘু বানিয়ে দিবে। …