ইবোলার টিকা আবিষ্কারে ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানী
এ বার বাজারে আসছে ভয়ঙ্কর ইবোলা ভাইরাসের হানাদারি থেকে
বাঁচার রক্ষাকবচ! ইবোলার টিকা। ২০১৭-তেই। ইবোলার ওই টিকার নাম-
‘আরভিএসভি-ঝেবোভ’।
ইবোলার টিকার যুগান্তকারী আবিষ্কারটি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার
(‘হু’) নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষকদল। যার পুরোভাগে রয়েছেন এক ভারতীয়
মহিলা ভাইরোলজিস্টও। ভাবনা চাওলা। ভাবনা ‘হু’র অধীনে থাকা ‘ডক্টরস্ উইদাউট
বর্ডার’-এর অন্যতম সক্রিয় সদস্য। পঞ্জাব-কন্যা ভাবনা এখন কাজ করছেন দক্ষিণ
সুদানে।
গত তিন বছর ধরে মধ্য ও পশ্চিম আফ্রিকায় মহামারীর কারণ হয়ে দাঁড়িয়েছে
ইবোলা ভাইরাস। ভারতে প্রথম ইবোলা ভাইরাসের হানাদারির শিকার হওয়ার ঘটনাটি
ঘটে আমদাবাদে, ২০১১-য়। তার পর ২০১৪ সালে দিল্লিতে ইবোলায় আক্রান্ত হন আরও
এক জন। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’র পরিসংখ্যান বলছে, গত তিন বছরে
ভারতে ইবোলায় আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন মানুষের
সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ হাজার। তবে যে বিপুল সংখ্যক ভারতীয় পেশাগত ও
অন্যান্য কারণে মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলিতে রয়েছেন বা ওই সব দেশ থেকে
যাওয়া-আসা করেন নিয়মিত, তাঁদের নিয়ে হিসেব কষা হলে, সংখ্যাটা এক লক্ষ বা
তারও অনেকটা বেশি হতে পারে।