জন্ম ও পারিবারিক পরিচিতি
কবি
কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪ – ১৯০৭) বাঙালি স্বনামধন্য কবি। কৃষ্ণচন্দ্র
মজুমদার অধুনা বাংলাদেশের খুলনা জেলার সেনহাটিতে জন্ম গ্রহণ করেন। পিতা
মাণিক্যচন্দ্র। তিনি “কবিতা কুসুমাবলি” নামে একটি কবিতা-প্রধান পত্রিকা
প্রকাশ করেন (১৮৬০)। তাঁর প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ “সদ্ভাব শতক” (ঢাকা
১৮৬১)। বইটির অধিকাংশ কবিতা নীতিমূলক, সফী এবং হাফিজের ফার্সি কবিতার
অনুসরণে রচিত। তাঁর আত্মকথা “রা.সের ইতিবৃত্ত” (১৮৬৮) অকপট আত্মবিবরণের
আদর্শস্থানীয়। তাঁর প্রবন্ধাবলী, “কৈবল্য তত্ত্ব” (কুমারখালি ১৮৮২)। এই
গ্রন্থের প্রবন্ধগুলি কাঙাল হরিনাথ – এর গ্রামবার্তা প্রকাশিকায় প্রকাশিত
হয়েছিল।
রচনাবলী
তাঁর
প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ “সদ্ভাব শতক” (ঢাকা, ১৮৬১)| এই বইটির অধিকাংশ
কবিতা নীতিমূলক, যা সুফী এবং হাফিজের ফার্সি কবিতার অনুসরণে রচিত|
সম্পাদিত পত্রিকা
তিনি ১৮৬০ সালে কবিতা কুসুমাবলি নামে একটি কবিতা-প্রধান পত্রিকা প্রকাশ করেন|