বসিরহাট, ১৮ অগাস্ট : বাদুড়িয়ায় হিংসা ছড়ানোর অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হল। তার মধ্যে ধৃত মেজকাতুর রহমান স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের টোটো ইউনিয়নের সম্পাদক। গ্রেপ্তার করা হয়েছে তাঁর দুই সাগরেদ এমরোজ হাসান ও সিরাজুল ইসলাম। গতকাল রাতে বসিরহাট থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ তাদের বসিরহাট আদালতে তোলা হয়। তাদের চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।
অভিযুক্ত মেজকাতুর রহমান
গত মাসের ২ তারিখ সৌভিক সরকার নামে এক ছাত্রের ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের বাদুড়িয়া, রুদ্রপুর সহ আশপাশের এলাকা। অভিযোগ তোলা হয়, ওই পোস্টটি একটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। এরপর উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় সৌভিক সরকারের বাড়িতে। প্রায় ১৫দিন অশান্ত থাকে এলাকা। বহু বাড়ি ও দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় সেনা। ইন্টারনেট পরিষেবা দীর্ঘদিন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে স্বাভাবিক ওই এলাকা।
এই ঘটনায় তৃণমূল নেতা মেজকাতুর সামিত ও তার কয়েকজন সাগরেদের নাম উঠে আসে। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তাঁরা।
গতকাল বসিরহাট খোলাপোতা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।