ঔরঙ্গজেবের বাপের নাম জানতে চাইলে ৯০% লোক পুরো খানদানের পরিচয় দিয়ে দেবে…
ঔরঙ্গজেবের বাপ ছিল শাহজাহান, শাহজাহানের বাপ ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাপ ছিল আকবর, আকবরের বাপ ছিল হুমায়ুন, হুমায়ুনের বাপ ছিল বাবর।
এদের বাপের নামগুলো মনে রাখার জন্য শেখানো হয়েছিল ‘বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে”।
১. আচ্ছা হর্ষবর্ধনের পিতার নাম ও তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের নাম আমরা জানি??
২. আচ্ছা পৃথীরাজ চৌহানের পিতার নাম ও তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের নাম আমরা জানি??
৩. আচ্ছা সম্রাট অশোকের পিতার নাম ও তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের নাম আমরা জানি??
৪. আচ্ছা মহারাণা প্রতাপের পিতার নাম ও তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের নাম আমরা জানি??
৫. আলেকজান্ডারের সেনাপতির নাম ৯০%লোক জানে, আচ্ছা মহারাণা উদয় সিং এর সেনাপতির নাম আমরা জানি??
৬. কোন রাজাকে “আলেকজান্ডার অফ ইন্ডিয়া” বলা হতো আমরা জানি??
৯০% লোক বলতে পারবে না, কারণ ভারতের প্রকৃত ইতিহাস ইচ্ছাকৃতভাবে জানতে দেওয়া হয়নি। পাঠান – মুঘলদের ইতিহাসই অগ্রাধিকার পেয়েছে পাঠ্যপুস্তক গুলিতে। এর পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সেকুলারপন্থী ও প্রগতিশীলেরা।