ভারতের দুপাশে পাকিস্থান-বাংলাদেশ দুই ঘোষিত মুসলিম রাষ্ট্র ! মাঝখানে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোন যুক্তিতেই তার ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে টিকে থাকতে পারে না ! তিন দেশ জুড়ে নানান যে সামাজিক রাজনৈতিক সমস্যা তার কারণ ভারতের এই বিচিত্র অবস্থান !
তোমার দুপাশে দুটো হিংস্র বিষধর সাপ থাকতে তুমি কি নিশ্চিন্তে নিদ্রা যেতে পার ? সহাবস্থানের জন্যে চারটি option হতে পারে !
1) সাপ দুটোকেই মেরে ফেলতে হবে !
2) সাপ দুটোকে মানুষে রূপান্তর ঘটাতে হবে !
3) তোমাকে বেজিতে রূপান্তরিত হতে হবে
….. অথবা ….
4) তোমাকেও সাপ হতে হবে !
আমার এই রূপক কথা গুলোর অর্থ …..দুপাশে দুই মুসলিম রাষ্ট্রের মাঝখানে কোন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র টিকে থাকতে পারে না !
আমাদের আর্থনৈতিক সামাজিক রাজনৈতিক …..রাষ্ট্রের আভ্যন্তরীণ সম্প্রীতি সংহতি ….এই সব সমস্যার মূল কারণ বোকার মতো আমাদের ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ !
দুপাশে দুই সাপ আমাদের অনবরত বিভিন্ন ভাবে ছোবল মেরেই চলেছে ! তার ওপর সাপের ছানাপোনা এ দেশে কিলবিল করছে আর এখানেই বিভিন্ন ভাবে ফোঁসফোঁসানি চালিয়ে যাচ্ছে ! সাপ থাকলে সাপুড়ে থাকবেই আর এ দেশের কিছু ভন্ড মুখোশধারী রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, মিডিয়া ……সাপুড়ে সেজে ছানাপোনা দের সুবিধাবাদ ধান্দাবাজের বীন বাজিয়ে খেলিয়ে খেলিয়ে বড় করে তুলছে !
সাধারণ পাবলিক মজা করে সাপের খেলা দেখছে আর বোকার মতো হাততালি দিয়ে চলেছে ! হিংস্র সাপের ছোবল কাউকে বাঁচাবে না – আস্ত রাখবে না কাউকেই ! ……..এ কাণ্ডজ্ঞান আজও হোল না !
তাই এই সমস্যার একমাত্র সমাধান “ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা ” !
যে কাজটা ’47 সালে নৈতিকভাবে হবার কথা ছিল কিন্তু হয় নি, তবে সেই অমীমাংসিত বিষয়টা আজ হতে অসুবিধা কোথায় ?
– সার্বিক ধ্বংসকারী বস্তাপচা “ধর্মনিরপেক্ষ ” নীতি বিদায় নিক !
সৌজন্যেঃ শ্রী Chittaranjan Mukhopadhyay … ( শিক্ষক, অঃ প্রাঃ )