সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, “আমাদের ধৈর্য আছে বলেই আপনি এখনও পদে অসীন আছেন। আমরা মুসলমানরা প্রতিদিন ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলেই দিনের কার্যক্রম শুরু করি। ষোড়শ সংশোধনী মামলার রায়ে আপনি সেই বিসমিল্লাহ নিয়েও মন্তব্য করেছেন।”
প্রধান বিচারপতির জাতিগত পরিচয়ের দিকে ইঙ্গিত করে তাপস বলেন, “হাতি ঘোড়া গেল তল, কোথা থেকে জানি মনিপুর থেকে এসে বলে কত জল?
উপরের দু’টি বক্তব্য আওয়ামী লীগের এক প্রভাবশালী সাংসদের। এখন আপনি তার নামের জায়গায় বিএনপি-জামায়াতের কোন নেতার নাম বসিয়ে পড়েন। দেখবেন বিশেষ কোন পার্থক্য পাবেন না।
দিনশেষে সবাই মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লীগ জামায়াতও ভাই ভাই। ১২০ ভাগ মুসলমানের দেশে এটাই সত্য ।
সৌজন্য ঃ
Ibrahim khalil Sobak