মুসলমানদের বিয়ের কিছু উদাহরণ :
চাচাতো ভাই আলীর সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলো মুহাম্মদ। সেই মেয়ের নাম ফাতেমা। ফাতেমা মারা যাওয়ার পরে মুহাম্মদের নাতি উমামার সাথে বিয়ে হয়েছিল আলীর। তাই আলী একদিকে মুহম্মদের চাচাতো ভাই, মেয়ের জামাই এবং নাতির জামাইও। তাহলে আলী আর মুহাম্মদের সম্পর্ক কী?
মুহাম্মদ বিয়ে করে ওমরের মেয়েকে হাফসাকে। ওমর বিয়ে করে মুহাম্মদের নাতনি, আলী আর ফাতিমার মেয়ে উম্ম কুলছুমকে। সেই দিক থেকে ওমর, মুহাম্মদের শ্বশুর এবং মুহাম্মদ, ওমরের নানাশ্বশুর। আর মুহাম্মদের চাচাতো ভাই, ওরফে মেয়ের জামাই, ওরফে নাতির জামাই আলী হচ্ছেন মুহাম্মদের শ্বশুর ওমরের শ্বশুর। তাহলে ওমর আর মুহাম্মদের আসল সম্পর্ক কী?
আবু বকর মারা যাওয়ার পর, আবু বকরের স্ত্রী আসমাকে বিয়ে করে আলী। আবু বকর ছিলো মুহাম্মদের শ্বশুর। অর্থাৎ মুহাম্মদের শাশুড়িকে বিয়ে করেন মুহাম্মদের একাধারে মেয়ের জামাই, এবং চাচাতো ভাই, এবং নাতির জামাই আলী। তাহলে আলী, আবু বকর আর মুহাম্মদের আসল সম্পর্ক কী?
কী সুন্দর ইসলামি আদর্শ। সবাই মিলেমিশে বিয়ে-শাদী করে যাচ্ছে। কে কার সাথে কোন ঠিক ঠিকানা নাই। কার সাথে কার কী সম্পর্ক আল্লাহ
ছাড়া আর কেউ বলতে পারবে না।