‘কাফিরিস্তান’ যার বর্তমান নাম
‘নুরীস্তান” সম্বন্ধে একটু জ্ঞান থাকে
দরকার।নুরীস্তান আফগানিস্তানের একটি প্রদেশ। এর
নাম ছিলো “কাফিরিস্তান”, খুব
বেশী দিন আগের কথা
নয়। আফগানিস্তান ‘জিহাদী’ দের কবলে যাওয়ার
আগে ওরা এই অঞ্চল
টাকে ‘কাফিরিস্তান’ বলেই নাম দিয়েছিলো।
এর একটিই কারন, সেটা
হলো ওখানে যারা বাস
করতো তারা ‘ইসলামে অবিশ্বাসী—কাফের’।আলিঙ্গর, কামহা, লান্দাই সিন
, কুনার নদীর অববাহিকা অঞ্চল
এবং পার্শ্ববর্তি
পর্বতমালা নিয়ে অপরুপ সৌন্দর্য্যময়ী
উর্বর ভুমি এই কাফিরিস্তান।
এর উত্তরে হিন্দুকুশ পর্বতমালা,
পুর্ব দিকে চিত্রল (পাকিস্তানে),
দক্ষিনে কুনার উপত্যকা এবং
পশ্চিমে আলিসাং (আলিঙ্গর) নদী। জিহাদীরা পার্শ্ববর্তী
অঞ্চলে দখল করার পর
সেখানকার সমস্ত বসবাস কারীদের
ধর্ম পরিবর্তন করে ‘ইসলাম’ ধর্ম
মেনে নিতে বাধ্য করে।
তার পর থেকে সেই
‘ইসলামী’ রা হিন্দু অধুষিত
এই অঞ্চলকে বলতে শুরু করে
“কাফিরিস্তান”।
নবীর মৃত্যুর পর ‘ইরান’ (পারসীয়া)
দখল হয়ে যায় মাত্র
৫ বছরের মধ্যে। প্রাচীন
এক সংষ্কৃতি এবং জরথ্রুষ্টিয়ান প্রচারিত
ধর্ম বিলুপ্ত হয়ে যায় ‘জিহাদী’
দের ‘শান্তির ধর্ম’ এর প্রকোপে।
প্রান ভয়ে শিক্ষিত, মার্জিত,
সুসভ্য পারসীরা বাধ্য হলো এক
বর্বর , নৃশংষ আরবী বেদুইন
জাত জাতি এবং তাদের
মানব সভ্যতা পরিপন্থী বিকৃত
ধর্ম এবং রাজনৈতিক উদ্দেশ্যের
কাছে তাদের হাজার বছরের
প্রাচীন সংষ্কৃতি, ভাষা, দৈনিন্দিন জীবন
যাত্রা প্রনালী বিসর্জন দিতে। কিছু পারসীরা
পালিয়ে বাঁচলো পুর্ব দিকে
এসে আমাদের ভারতবর্ষে। সেই
উদ্ববাস্তু পারসিক রা জামসেদজী
টাটা, গোদরেজ ইত্যাদি নামে
পরিচিত। আর কিছু মানুষ
যারা ‘বাহাউল্লার’ নির্দেশিত পথ ধরে চলার
চেষ্টা করলো, তাদের ও
প্রান ভয়ে ছড়িয়ে পড়তে
হলো ‘বাহাই” নাম নিয়ে
সারা পৃথিবীতে।
জিহাদী দের, অপরের দেশ
দখল করার লালষা থেমে
গেলো ‘সিন্ধু রাজ দাহির’
কে শেষ করতে এসে।
আরবী জিহাদী রা ভারতে
প্রবেশ করার চিন্তা ছেড়ে
দিলো। নজর পড়লো অন্য
দিকে। পরের ৩০০ বছর
আর কেউ ভারতবর্ষের দিকে
তাকানোর সাহস পায়নি। রাজা
দাহির, তার রানি এবং
দুই কন্যার জ্বালা আরবী
‘জিহাদী দস্যু’ রা আর
কোনোদিন ভুলতে পারেনি। যাদের
হাতে পরবর্তি ‘জিহাদী তান্ডব’ এর
ঝান্ডা এসে গেলো তারা
কেউ ই আরবী নয়।
সবাই বর্তমান আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার
দেশের বাসিন্দা, যারা কালের ইতিহাসে
যা একদা ছিলো ‘তক্ষক
দেশ’ নামে পরিচিত অঞ্চলের
হিন্দু ধর্মাবলম্বী মানুষ ,কিন্তু হতে
হলো আরবীদের দাস (তুর্কী দাস)
এবং ঘোর হিন্দু বিরোধী।
কাফিরিস্তান এমনই এক জায়গা,
যেখানকার হিন্দুদের মাত্র ১৮৯৬ সালে
ইসলাম কবুল করতে হয়েছে।
সারা আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার
ইসলামি দ্বাসত্বের হাত থেকে পালিয়ে
বাচা এক “হিন্দুগুলো’র
ইতিহাস জানুন।
****** বিশেষ দ্রষ্টব্য—- (খুব শীঘ্র আপনাদের
ওই রকম হতে হবে।
বাংলাদেশ থেকে শ্যামাপ্রসাদের কল্যানে
এখানে পশ্চিম বংগে এসে
ভালো থাকবেন ভাবছেন??? সে
গুড়ে বালি। সারা আফগানিস্তানের
এবং সেন্ট্রাল এশিয়া থেকে পালিয়ে
বেচে থাকা হিন্দুরা নিজেদের
ধর্ম রক্ষা করতে ‘জিহাদীদের‘
সাথে অনেক বছর ধরে
টিকে ছিলো, হিন্দুকুশের অতি
দুর্গম পাহাড়ি কন্দরে, যার
নাম ‘কাফিরিস্তান“। পারেনি
আজ তার নাম—১৮৯৬
সাল থেকে –“নুরীস্তান“। আপনাদের
জন্য “মোগলীস্তান” তৈরী করছেন আপনাদের
ই জ্ঞাতি গুষ্টি, দাদা
দিদি রা মিলে। আপনারা
সেই মোগলীস্তানে বাস করার জন্য
কলমা মুখস্ত করুন — Ashim Pal Arya— আমার কাছে খবর
আছে অসীম কলমা মুখস্ত
করে তৈরী। Sayan Pal. তোমরা তৈরী
তো??? আমার প্লেন রোজ
ভোরে ৩–১৬ তে
ছাড়ে। আমি বিকেলে বা
রাত ১১ টার আগে
অন লাইন টিকিট কেটে
আবার চলে যাবো— — (স্বার্থ
পরতা বলো আর কাপুরুষতা
বলো—পলায়ন মনোবৃত্তি যাই
বলো,এই বয়ষে সব
মেনে নেবো) আমেরিকার ভিসা
তো রয়েছে আগামী দশ
বছর— তা সারা জীবন
তো জিহাদীদের জন্য উদবাস্ত হয়েই
কাটালাম। তবে আমেরিকায় গেলে
ট্রাম্প আমাদের বাচিয়ে দেবে,
আর ভয় নেই।)
- দর্শনের আলোকে নাস্তিক আস্তিক সমাচার………………
- কেন ঘোষনা দিয়েও জগৎজ্যোতিকে প্রদান করা হলো না ম…
- How do you track any mobile phone number and calls…
- বাঙালি বিজ্ঞানী শ্রীদত্তা চট্টোপাধ্যায় হাত ধরেই ‘আ…
- মঙ্গলে জলে সন্ধান দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী ভারাহা…
- ভুল গাড়ি চালানো নিয়ন্ত্রণ করতে স্মার্ট কার সিস্টে…
- প্রমাণসহ কৃতিত্ব দাবি ভারতীয় বিজ্ঞানীর,ফাঁকতালে নো…
- পেট্রল C/o প্লাস্টিক, করে দেখালেন ভারতীয় বিজ্ঞানী….
- মিনি ব্রেন` তৈরি করলেন ভারতীয় বিজ্ঞানী……………
- ত্রেতা যুগে সঞ্জীবনী বুটির খোঁজে কলিযুগে …………
- উড়োজাহাজ আবিস্কারক একজন ভারতীয় বিজ্ঞানী…………..
- কুষ্ঠরোগের টীকা আবিষ্কার করলেন এক ভারতীয় বিজ্ঞানী….
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ভারতে “জিহাদী তান্ডব”—পৃথীরাজ চৌহান” এর আত্মবলিদা…
- “ইতিহাস কাদেরকে “মহান’ ( Great) বলে”…………….
- ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার এবং ভারতীয় হিন্দুরা…
- “রানী ‘রানী বাই’ এবং দাহিরের দুই কন্যা”…………..
- জিহাদ এবং আফগানিস্তান” এম. এ.খান এবং ডাঃ মৃনাল কান…