নারীদের হিন্দু শাস্ত্রে যে কতভাবে সন্মানিত করা হয়েছে !!
এই পোস্টটি পড়ে দেখুন আপনি অবাক হয়ে যাবেন …..
(০১).
পিতার সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে।।
(ঋকবেদ ৩/৩১/১)
(০২).
গর্ভজাত সন্তান ছেলে হোক আর মেয়েই হোক তাকে সমান
যত্ন করতে হবে।।
(অথর্ববেদ ২/৩/২৩)
(০৩).
একজন নারীর কখনো যেন সতীন না থাকে।।
(অথর্ববেদ ৩/১৮/২)
(০৪).
নারী হলো মঙ্গলময়ী লক্ষ্মী।।
(অথর্ববেদ ৭/১/৬৪)
(০৫).
নারী হলো জ্ঞানের ধারক।।
(অথর্ববেদ ৭/৪৭/২)
(০৬).
নারী শিক্ষা গ্রহণ শেষে পতিগৃহে যাবে।।
(অথর্ববেদ ১১/৫/১৮)
(০৭).
নারীর যেন দুঃখ কষ্ট না হয়।।
(অথর্ববেদ ১২/২/৩১)
(০৮).
নারীকে উপহার হিসেবে জ্ঞান উপহার দাও।।
(অথর্ববেদ 14/1/6)
(০৯).
হে নারী, মৃত পতির শোকে অচল হয়ে লাভ কি ??
বাস্তব জীবনে ফিরে এসো এবং পুনরায় পতি গ্রহন করো।।
(অথর্ববেদ ১৮/৩/২)
(১০).
বিধবা নারী পুনরায় পতি গ্রহণ করো।।
(ঋকবেদ ১০/৯৫/১৫)
প্রচারেঃ- সনাতন বিদ্যার্থী সংসদ,