1. কেন্দ্রীয় সরকার তাদের গ্যাস ভর্তুকি বন্দের সিদ্ধান্ত নিয়েছে যাদের বাৎসরিক আয় 10,00,000 (দশ লক্ষ্য) এর বেশি।
অতএব সাধারণ মানুষের গেল গেল রবের দরকার নাই।
2. যার বাৎসরিক আয় 10,00,000 (দশ লক্ষ্য) টাকা তার বছরে 12 টা সিলিন্ডারের ভর্তুকির কী খুব দরকার?
হিসেব টা দেখি:-
সাধারণ মূল্য ₹608.00
ভর্তুকি যুক্ত মূল্য ₹419.26
অর্থাৎ ভর্তুকি ₹189 .74
12 টি সিলিন্ডারে বছরে ভর্তুকি 12×189.74=2276.88
অর্থাৎ 2277 টাকা 1 টি বাৎসরিক 10,00,000 (দশ লক্ষ্য)টাকা আয় করা পরিবার কে দেয়া কী যুক্তি যুক্ত?
3. কেন্দ্রীয় সরকার, প্রান্তিক দরিদ্র পরিবার গুলির জন্য বিনামূল্যে গ্যাস সংযোগ দিচ্ছে, ( উজালা যোজনা)।
সেই সরকার কি জানেনা, 608 ও 419 এর তফাৎ?
তারা কী কোনোদিন গরিব মানুষের পেটে লাথি মেরে মাসে 190 টাকা বেশি সংগ্রহ করতে পারে?
এতে তো তাদের তৈরি উজালা যোজনা ই প্রশ্নের মুখে পড়বে। বিশ্বাসঘাতকতা করা হবে দেশের সাধারণ মানুষ গুলোর সঙ্গে, তাই নয় কী?
এটা শুধুই বিরোধী ও মিথ্যাবাদী সাংবাদ সংস্থা গুলির প্রচার।
এই সংবাদ সংস্থা গুলি TMC, CONGRESS, CPM এর মত পার্টি গুলি থেকে কত খেয়েছে সেটাই প্রশ্নের?
কেন্দ্রীয় সরকারের দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ প্রশ্নের জন্য নয়।
SHARE করুন জনমত তৈরি করুন।। ধন্যবাদ।