হারাম আর হারাম

মুমিনদের জন্যে; 
১লা বৈশাখ হারাম।
১লা এপ্রিল হারাম।
৩১শে ডিসেম্বর হারাম।
১৪ ফেব্রুয়ারী হারাম।
২১শে ফেব্রুয়ারী হারাম।
জন্মদিন হারাম।
মৃত্যু দিবস হারাম।
খেলাধুলা হারাম।
ভাস্কর্য হারাম।
ছবি তোলা, সিনেমা দেখা, গান শোনা হারাম। 
নারী-পুরুষে বন্ধুত্ব হারাম।
ডেটিং করা হারাম।
প্রেম করা হারাম।
নৃত্য হারাম।
কবিতা হারাম।
মদ খাওয়া হারাম।
ব্যাংকিং হারাম।
অন্য ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব হারাম।
অন্য ধর্মের কারো রান্না খাওয়া হারাম।
শব্দ করে হাসা হারাম।

আরব্য জাহেলিয়ার অন্ধ মুমিনদের জন্যে শুধু মসজিদ ও মাদ্রাসায় দলনমথন, পায়ূকাম আর ধর্ষণ বড়োই আরাম। 
মুমিনরা ওসব নিয়ে পড়ে থাকলেই হয়, বাংগালীর একান্ত নিজস্ব সংস্কৃতি ১লা বৈশাখ নিয়ে মাথা না ঘামালেই চলে।

ধন্যবাদ।