কিছু আন্তর্জাতিক সম্পর্কের ধর্মীয় ব্যাখ্যা।
■ কেন আমেরিকা-ইউরোপ-ইজরায়েল শত্রু?
■■ যাদের ধারনা অর্থনৈতিক কারনে শত্রু তারা পড়ুন –
ﻳٰﺄَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﻻ ﺗَﺘَّﺨِﺬُﻭﺍ ﺍﻟﻴَﻬﻮﺩَ ﻭَﺍﻟﻨَّﺼٰﺮﻯ ﺃَﻭﻟِﻴﺎﺀَ ۘ ﺑَﻌﻀُﻬُﻢ ﺃَﻭﻟِﻴﺎﺀُ ﺑَﻌﺾٍ ۚ ﻭَﻣَﻦ ﻳَﺘَﻮَﻟَّﻬُﻢ ﻣِﻨﻜُﻢ ﻓَﺈِﻧَّﻪُ ﻣِﻨﻬُﻢ ۗ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻻ ﻳَﻬﺪِﻯ ﺍﻟﻘَﻮﻡَ ﺍﻟﻈّٰﻠِﻤﻴﻦَ
হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।
■ কেন আমেরিকা-ইউরোপ শত্রু?
■■ ।ﻟَﻘَﺪ ﻛَﻔَﺮَ ﺍﻟَّﺬﻳﻦَ ﻗﺎﻟﻮﺍ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻫُﻮَ ﺍﻟﻤَﺴﻴﺢُ ﺍﺑﻦُ ﻣَﺮﻳَﻢَ ۖ ﻭَﻗﺎﻝَ ﺍﻟﻤَﺴﻴﺢُ ﻳٰﺒَﻨﻰ ﺇِﺳﺮٰﺀﻳﻞَ ﺍﻋﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﺭَﺑّﻰ ﻭَﺭَﺑَّﻜُﻢ ۖ ﺇِﻧَّﻪُ ﻣَﻦ ﻳُﺸﺮِﻙ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻓَﻘَﺪ ﺣَﺮَّﻡَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴﻪِ ﺍﻟﺠَﻨَّﺔَ ﻭَﻣَﺄﻭﻯٰﻪُ ﺍﻟﻨّﺎﺭُ ۖ ﻭَﻣﺎ ﻟِﻠﻈّٰﻠِﻤﻴﻦَ ﻣِﻦ ﺃَﻧﺼﺎﺭٍ
তারা কাফের, যারা বলে যে, মরিময়-তনয় মসীহ-ই আল্লাহ; অথচ মসীহ বলেন, হে বণী-ইসরাঈল, তোমরা আল্লাহর এবাদত কর, যিনি আমার পালন কর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন। এবংতার বাসস্থান হয় জাহান্নাম।
অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই।
■ কেন আমেরিকার থেকেও ইসরায়েল বেশী শত্রু?
■■।ﻟَﺘَﺠِﺪَﻥَّ ﺃَﺷَﺪَّ ﺍﻟﻨّﺎﺱِ ﻋَﺪٰﻭَﺓً ﻟِﻠَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨُﻮﺍ ﺍﻟﻴَﻬﻮﺩَ ﻭَﺍﻟَّﺬﻳﻦَ ﺃَﺷﺮَﻛﻮﺍ ۖ ﻭَﻟَﺘَﺠِﺪَﻥَّ ﺃَﻗﺮَﺑَﻬُﻢ ﻣَﻮَﺩَّﺓً ﻟِﻠَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨُﻮﺍ ﺍﻟَّﺬﻳﻦَ ﻗﺎﻟﻮﺍ ﺇِﻧّﺎ ﻧَﺼٰﺮﻯٰ ۚ ﺫٰﻟِﻚَ ﺑِﺄَﻥَّ ﻣِﻨﻬُﻢ ﻗِﺴّﻴﺴﻴﻦَ ﻭَﺭُﻫﺒﺎﻧًﺎ ﻭَﺃَﻧَّﻬُﻢ ﻻ ﻳَﺴﺘَﻜﺒِﺮﻭﻥَ
আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না।
■ কেন ইসলামী বিশ্ব ছাড়া কেউ বন্ধু নয়?
ﻳٰﺄَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﻻ ﺗَﺘَّﺨِﺬُﻭﺍ ﺍﻟَّﺬﻳﻦَ ﺍﺗَّﺨَﺬﻭﺍ ﺩﻳﻨَﻜُﻢ ﻫُﺰُﻭًﺍ ﻭَﻟَﻌِﺒًﺎ ﻣِﻦَ ﺍﻟَّﺬﻳﻦَ ﺃﻭﺗُﻮﺍ ﺍﻟﻜِﺘٰﺐَ ﻣِﻦ ﻗَﺒﻠِﻜُﻢ ﻭَﺍﻟﻜُﻔّﺎﺭَ ﺃَﻭﻟِﻴﺎﺀَ ۚ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢ ﻣُﺆﻣِﻨﻴﻦَ
হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হও।
( সূত্র : সূরা আল মায়িদাহ
লিঙ্ক : https://eshoallahorpothe.wordpress.com/30%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE/5-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%86%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4-01-120/ )