প্রমাণসহ কৃতিত্ব দাবি ভারতীয় বিজ্ঞানীর,ফাঁকতালে নোবেল পেয়েছেন চিনা বিজ্ঞানী!


এ বছর চিকিত্‍সা বিজ্ঞানে নোবেল পেয়েছেন চিনের ইউইউ তু। ম্যালেরিয়া নিরাময়ের জন্যই তাঁকে  ফাঁকতালে নোবেল পেয়েছেন চিনা বিজ্ঞানী, প্রমাণসহ কৃতিত্ব দাবি ভারতীয় বিজ্ঞানীর!এই পুরস্কার দেওয়া হয়। কিন্তু এখন এক ভারতীয় বিজ্ঞানী বলছেন যে, ইউইউ তু যে পুরস্কার পেয়েছেন তা আসলে ভারতীয় চিকিত্‍সা বিজ্ঞানের ফসল।

হায়দরাবাদের সিনিয়র বিজ্ঞানী ডঃ সুনীল কুমার ভার্মা রীতিমতো
চ্যালেঞ্জ করে বলেছেন, যে তত্বের উপর ভর করে চিনা বিজ্ঞানী ইউইউ তুকে এবার
নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই তত্ব ১০০ বছর আগেই আবিষ্কার করেছে
ভারতীয়রা!

১৯১৮ সালে প্রকাশিত ভারতীয় বনৌষধী নিয়ে লেখা সেই বইয়ের মলাটের ছবিও তিনি
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে তাঁর পরিষ্কার বক্তব্য এই বিষয়ে
অবদানের স্বীকৃতি শুধু চিন কিছুতেই পেতে পারে না। ম্যালেরিয়া নিরাময়ের
পিছনে ভারতীয় চিকিত্‍সা শাস্ত্রের অবদানও স্বীকার করতে হবে।