
ইডেন মহিলা কলেজের প্রধান গেট
ইডেন মহিলা কলেজের উৎপত্তি হয়েছিল ব্রাহ্মন মেয়েদের জন্য “শুভ
স্বাধিনি সেবা” নামক একটি মানব হিতৈষী সংস্থা কর্তৃক ঢাকায় ১৮৭৩ সালে
প্রতিষ্ঠিত একটি স্কুল থেকে। ১৮৯৬-৯৭ সালে ১৩০ জন ছাত্রী নিয়ে ইডেন বাংলার
প্রথম সরকারি বালিকা বিদ্যালয়। এটি পূর্ব বঙ্গ এবং আসাম রাজ্যের “উত্তম
বালিকা বিদ্যালয়” হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯২৬ সালে এখানে উচ্চ মাধ্যমিক
ক্লাস শুরু হয়। তখন এটির নাম হয় “ ইডেন উচ্চ বালিকা বিদ্যালয় এবং
মাধ্যমিক কলেজ”। ১৯৫৮ সালে কামরুন্নেসা স্কুল ও কলেজের সাথে একীভূত হয়ে “ইডেন মহিলা কলেজ” নাম ধারণ করে। ১৯৬৩ সাল থেকে ইডেন কলেজের আজিমপুর ক্যাম্পাস স্বাতন্ত্র্য্য পরিচয় পায়।
আরো দেখুন………………….
|
|
|
|