RTI থেকে প্রাপ্ত সূচনা অনুসারে…
১: মোহন দাস করম চাঁদ গান্ধীর নামে প্রায় 9,85,475 টি স্মারক,হাসপাতাল,সড়ক, তথা অন্য যোজনা আছে।
২: নেহেরুর নামে প্রায় 7,46,185 টি যোজনা,স্মারক,ভবন, সড়ক আর খেলার মাঠ আছে।
৩: ইন্দিরা গান্ধীর নামে প্রায় 6,52,864 টি সড়ক, যোজনা, ভবন আছে।
**কিন্তু সুভাষ চন্দ্র বোস,ভগত সিং,খুদীরাম বোস,মঙ্গল পান্ডে,রানী লক্ষী বাঈ,চন্দ্র শেখর আজাদ,বিনয়-বাদল-দিনেশ এর মত স্বাধীনতা সংগ্রামীদের নামে মাত্র 500 টি যোজনা,খেলার মাঠ, হাসপাতাল আছে।
**এখন প্রশ্ন শুধু একটাই–ভারত কি শুধু নেহেরু-গান্ধী বংশেরই বাপতি সম্পত্তি।
🙏🙏🙏🙏🙏
অভিজিৎ গোস্বামী