বিপদ : চেপে বসা অথবা ডেকে আনা -।।

বিপদ : চেপে বসা অথবা
ডেকে আনা –
——–
খুব কম বিপদই কিন্তু মানুষের উপর জোর খাটিয়ে আসে বরং ঢের বেশি বিপদ আসে ছলনায় ভুলিয়ে। বিপদের প্রথম ধরনটির নাম দেয়া যাক ‘ চেপে বসা বিপদ ‘ আর দ্বিতীয়টির ‘ ডেকে আনা বিপদ ‘।
——-
বিপদ সমাসন্ন হলে বা বিপদ এসে চেপে বসলে  কাউকে না কাউকে , এমনকি কখনো কখনো  নিজেকেও সম্ভাব্য বা উদ্ভুত ‘ বিপদের কারণ ‘ হিসেবে শনাক্ত করি  আমরা। এটা তেমন মন্দ নয়। পরিত্রাণের পথটা তাতে বেরোই। তবে তার আগে কেবল ঠিক করে নিতে হবে , উপরে উল্লিখিত ধরন দুটোর  মধ্যে সমাসন্ন বিপদটি কোন ধরনের ? চেপে বসা নাকি ডেকে আনা ?
——-
তারপর ধরন যাই হোক উদ্ধারচেষ্টায় নেমে পড়লেই হলো । এ সময় পরামর্শের প্রয়োজন হতে পারে। পরামর্শক বাছাইয়ের সময় খেয়াল রাখতে হবে , যিনি পরামর্শ দেবেন , বিপদের সম্ভাবনা আছে কি নেই সেটা দেখতে পারার ক্ষমতা যেন তার থাকে !
——
আর পরামর্শ না নিয়ে যদি কাউকে দিয়ে শুধু কাজ করাতে চান তাহলে বেছে নিন এমন একজনকে যিনি বিপদ দেখতে পাননা। মনে রাখবেন সম্ভাব্য বিপদ যদি খুব মারাত্বক না হয় তবে তিনি সেটা দেখতে না পেলেই ভালো !
——
বিপদভঞ্জন করতে বিদূষক বন্ধু যেমন চাই তেমনি চাই গোঁয়ার বন্ধুও।