ঈদ কি ভাবে মুসলমানদের উৎসবব হল?

২২ ই অগাস্ট নাকি ঈদ ?
খুশির ঈদ বলা হলেও আদতে ঈদ অন্যান্য সকল ধর্মের উৎসবের মতনই ধনী মানুষের উৎসব। ঈদ উল আজহা করার কোনো বাণী কোরানের পাতায় নেই, বরং সত্যি বলতে ঈদ শব্দটি যীশুর শেষ আহারের ঘটনা বাদে কোরানে আর কোথাও উচ্চারিত হয়নি। মোহাম্মদের সময়ে এবং পরবর্তীকালে আরবদের নানা আদি উৎসব ইসলাম ধর্মে প্রবেশ করে, ঠিক যেমন রোমানদের নানা উৎসব ক্যাথলিক ধর্মে প্রবেশ করে সরকারি মর্যাদা পায়, ঠিক সেই ভাবেই ঈদ উল ফিতর ও ইহুদিদের কোরবানির উৎসব ঈদ হিসেবে আরব ইসলামে প্রবেশ করে। যাই হোক ভারতীয় উপমহাদেশে কোরবানির ঈদ চিরকাল ধনী আর উচ্চ মধ্যবিত্তদের ধনের জৌলুস দেখানোর একটি বিশেষ দিন, কে কটা গরু, ছাগল, উট, ভেড়া কাটতে পারে তার দিন। কোরবানির সাথে জুড়ুন হিন্দুদের পাঁঠা আর মোষ বলি, যা বোধহয় প্রতি সপ্তাহে হয় আর অজস্র জানোয়ার হাঁড়ি কাঠে কাটা পড়ে ধর্মের দোহাইতে। মুসলমানের আল্লাহ আর হিন্দুর মা কালি নাকি জানোয়ারের রক্তে প্রসন্ন হন, মানুষের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ও ভালোবাসার নিদর্শন হলো পশু বলি বা কোরবানি।
যাহা বলিয়াছি সত্য বলিয়াছি !
সত্য ছাড়া মিথ্যা কিছুই বলি নাই !
কিন্তু তাই বলিয়া কি আমাকে নাস্তিক বলিবে ? হ
সংগ্রহীত