বাংলাদেশে এখনো এক টাকায় একটা দিয়াশলাইয়ের বক্স পাওয়া যায়। এটা প্রায় অসম্ভব একটা ব্যপার। ঐ দিয়াশলাইগুলো কেমন মানের? খুবই নিম্নমানের। তবে কাজ চলছে, প্রয়োজন মিটছে। ভালো মানের দিয়াশলাই এখন বাংলদেশের গ্রামে একেবারেই পাওয়া যায় না।
পুরনো এবং বিখ্যাত ঢাকা ম্যাচ কোম্পানি দেউলিয়া হয়ে গেছে বহু আগে। তাদের দিয়াশলাইয়ের সুনাম ছিল। কিন্তু পুঁজির জোরে তারা হেরে গেছে। হেরে গেছে আরো অনেক কোম্পানি।খেয়াল করেছেন নিশ্চয়ই, বাংলদেশে বাটা জুতার মানও অনেক নেমে গেছে।
এটা মেনে নিলাম এক কোম্পানি যাবে আর এক কোম্পানি আসবে। এক কোম্পানির বাজার দখল করবে আর এক কোম্পানি। কিন্তু মান নেমে যায় কেন?
কেন অনেক ভালো মানের পন্য বাজার ধরে রাখতে ব্যর্থ হয়। আমরা জানি এর কারণ আছে অনেকগুলো।
উত্তম পন্যটিই যদি বাজার দখল করবে তবে সাধারণ মানুষের হাতে নিম্নমানের দিয়াশলাই কেন?
একটা প্রশ্নের উত্তর কার্ল মার্কস ক্যাপিটাল গ্রন্থে দিয়েছেন,তিনি বলেছেন, বড় পুঁজি ছোট পুঁজিকে বাজার থেকে উচ্ছেদ করবে। পুঁজির জোরে।
কিন্তু পন্যের মান কেন নিম্নগামী হবে?
নিম্নগামী হবেই কারণ পুঁজিতন্ত্র সফলভাবে আমাদের নৈতিক মান বহু নিচে নামিয়ে দিতে সক্ষম হয়েছে।
যেকোনো প্রকারে নিজেদের প্রতিষ্ঠিত করাই এখন সফলতা। নীতি সততা এখন উপহাসের বিষয় এবং অর্থহীন।
আসলেই , বড় পুঁজি শুধু ছোট পুঁজিকেই বাজার থেকে বিতাড়ন করে না, পন্যের মানও কমিয়ে দেয়।
ধনী হওয়ার অনেক পথ যার সবগুলোই দূষিত এবং অনৈতিক।