ছোটবেলায় জুলফিকার আলি ভুট্টো বা তার মেয়ে তথা পাকিস্তানের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী বেনজির ভুট্টোর নাম শুনলে খুব হাঁসি পেত।
কারন – ভুট্টা বা ভুট্টো,… তো লোকে খায় জানতাম; কিন্তু সে আবার কেমন ধারা টাইটেল?
এরপর কেটে গেছে বহু বছর…। কোরান পাঠ করে, সেকুল্যার থেকে ক্রমে হিন্দু হয়েছি। পরিষ্কার বুঝতে পেরেছি, আর যাই হোক এই “ভুট্টো” পদবী’টি কোন মতেই মুসলিম বা আরবীয় পদবী নয়। তাহলে?
অর্থাৎ আবার সেই…. ধর্মান্তরকরণের বেদনাদায়ক ইতিহাস।
আপনারা তো প্রায় প্রত্যেকেই বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ তথা মহাকাশ গবেষক আর্য ভট্টের নাম শুনে থাকবেন নিশ্চই। খুঁজে দেখে পাওয়া গেল, তেমনই প্রাচীন ভারতীয় হিন্দু পদবী… “ভট্ট” থেকেই বর্তমানের এই “ভুট্টো”র উৎপত্তি।
অর্থাৎ এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত, পাকিস্তানের “ভুট্টো” খানদান…. কোন এক সময়ে হিন্দু-ই ছিলেন, পরে পরিস্থিতি’র প্রতিকূলতায় ইসলাম গ্রহণ করতে বাধ্য হন।
…. এরই নাম ইতিহাস …। আর ইতিহাস শুধু পড়লেই হয় না, বিচার করার তেমন অন্তর্দৃষ্টিরও প্রয়োজন; কোরান না পড়লে যা তৈরি হওয়া দুষ্কর…।।