ভারতের হিন্দুদের সংগে প্রতারনার খতিয়ান।

ভারতের হিন্দুদের সংগে প্রতারনার খতিয়ান
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ

১) আলেকজান্ডারের ভারত আক্রমনের সময় তক্ষশীলার রাজা ‘তক্ষশীল’ আলেকজান্ডারকে খাইবার গিরিপথ উন্মুক্ত করে দেন।

২) মহম্মদ বিন কাসিম সিন্ধু জয় করতে পারতো না, যদি না ‘দেবল মন্দির দুর্গের’ গুপ্ত পথ রাতের অন্ধকারে খুলে দিতো বৌদ্ধ ভিক্ষু।

৩) গজনীর সুলতান মাহমুদ কে শাহী মহারাজ জয়াপালের (পাঞ্জাব এবং কাশ্মীরের রাজা) বিরুদ্ধে সাহায্য করেছিলো, জয়াপালের এক সেনাপতি ‘সুখপাল’। সুখপাল ইসলাম গ্রহন করে।

৪) ঘোরীর দিল্লী দখল অধরা থেকে যেতো কনৌজের রাজা জয়চাঁদ পৃথ্বিরাজের বিরোধিতা এবং ঘোরীকে সক্রিয় সাহায্য না করলে।

৫) অম্বরের রাজা মানসিং আকবরের হয়ে ৭৭ টি যুদ্ধ ,বিশেষ করে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ না করলে আকবর মোঘল সাম্রাজ্য সুদৃঢ় করতে পারতো না, সারা ভারত দখলও করতে পারতো না।

৬) আরবী /তুর্কিরা কোনোদিন সমগ্র ভারত জয় করতে পারতো না যদি না হিন্দুদের মধ্য থেকে অসংখ্য মানুষ ওদের হয়ে ভাড়াটে যোদ্ধা না হতো।

৭) জিন্নার মুসলিম লীগ কোনোদিন ‘পাকিস্তান বানাতে পারতো না যদি না গান্ধী এবং নেহেরুর নেতৃত্বাধীন কংগ্রেস ব্রিটিশের সংগে শলা পরামর্শ করে দেশ ভাগে সম্মতি দিতো।

এই রকম আরো হিন্দু ছিলো, আজো আছে যারা এখনো সেই কাজ করে চলেছে।