আর্য্যরা ভারতে এসেছিলো, ভারত দখল করেছিলো এই তত্বটা জার্মান পন্ডিত ম্যাক্স মুলার প্রথম বলতে শুরু করেছিলেন। ঊদ্ধেশ্য হিন্দুদের অবমাননা করা। তারপর বামপন্থীরা এটাকে হিন্দু বিদ্বেষের মুল মন্ত্র করে নেয়। ইংরেজ রা তাদের ভারত দখল করার যৌক্তিকতা প্রমান করতে এটাকে আরো উচু স্তরে নিয়ে যায়। আর্য্য শব্দের অর্থ সংষ্কৃতি সম্পন্ন স্বজ্জন ব্যাক্তি। কোনো জাতি নয়। আমরা সনাতনি বৈদিক হিন্দু ভারতের ভুমিপুত্র। বৈজ্ঞানিক গবেষনা সেটাই প্রমান করছে।।