সুপ্রিম কোর্টের ২৫ জন জাজের মধ্যে ৪ জন দীপক মিশ্রার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছেন তারা কি কারণে ঠিক বিদ্রোহটা করেছেন একটু দেখুন….
১. ইয়াকুব মেমনের ফাঁসীর আদেশ দীপক মিশ্রা দিয়েছিলেন ।
২. সিনেমা হলে জাতীয় সঙ্গীতটা দীপক মিশ্রই বাজানোর আদেশ দিয়েছিল ।
৩. দিল্লীর নির্ভয়াকান্ডের তিন আরোপী ফাঁসীর আদেশ দীপক মিশ্রই দিয়েছিলেন ।
৪. অনলাইন এফআইআর প্রক্রিয়া চালু করার জন্য দিল্লী পুলিশকে দীপক মিশ্রই আদেশ দিয়েছিলেন ।
৫. অযোধ্যার রাম মন্দির মামলার শুনানি দীপক মিশ্রই করেছিলেন ।
৬. কেরলের সবরীমালার মন্দির মহিলা দর্শনার্থীদের জন্য খোলার আদেশ দীপক মিশ্রই আদেশ দিয়েছিলেন ।
৭. উত্তরপ্রদেশের মায়াবতী সরকারের সংরক্ষণের নীতি কে হাইকোর্টের আদেশে বন্ধ করে দিয়েছিলেন,
সেই সময় উনি এলাহাবাদ হাইকোর্টে ছিলেন ।
দীপক মিশ্রর মত রাষ্ট্রবাদী জজের যারা ইস্তফার দাবী করছেন তারা দেশপ্রেমী কিনা সেবিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে……