বাবু বড় ভাল মানুষ। সেদিন আমার বাড়ি এসে পায়ের ধূলো দিয়ে গেল। বসার চেয়ারে সামান্য ধূলো থাকায় সে কী বাপ তুলে গালাগালি! প্রাণটা জুড়িয়ে গেল। বাবুদের গালাগালি শোনাও ভাগ্যের ব্যাপার। আমার যুবতী মেয়েকে কত আদর করতে চাইলো, হারামজাদী মেয়ে তার মূল্য বুঝলে তো! শেষমেষ রেগে গিয়ে তার পায়ের দামী জুতো দিয়ে মারলো। মারতে মারতে তার দামী নতুন জুতো ছিঁড়ে গেল, কিন্তু বাবু তার জুতোর দামটাও নিল না। আহা! কী বিশাল হৃদয় আমাদের বাবুর! বাবু আমরা ধন্য আপনার আগমনে! আমরা আপনাদের গোলামি করে ধন্য, আমাদের চোদ্দ পুরুষ ধন্য।
বিঃদ্রঃ
———
# আমি – ভারতের পেতি মোল্লা
# বাবু – আরব, এমনকি পাকিস্তানের মুসলমান
http://www.tdnbangla.com/editorial/if-alauddin-khilji-would-get-an-india-today-in-this-bad-day/